অধ্যায় ৩
১. কোষ বিভাজন কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২. মানবদেহে কয়টি ক্রোমোজোম আছে?
ক. ২২টি খ. ২৩টি
গ. ৪৪টি ঘ. ৪৬টি
৩. মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৪. মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৫. ব্যাকটেরিয়ায় কোন ধরনের কোষ বিভাজন হয়?
ক. অ্যামাইটোসিস খ. অস্বাভাবিক
গ. মাইটোসিস ঘ. মিয়োসিস
৬. ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন ধাপে?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. টেলোফেজ
৭. মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৮. মানুষের সেক্স ক্রোমোজোম কয়টি?
ক. এক জোড়া খ. দুই জোড়া
গ. তিন জোড়া ঘ. চার জোড়া
৯. প্রোফেজ পর্যায়ে—
i. নিউক্লিয়াস আকারে ছোট হয়
ii. ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়
iii. ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. কোন ধাপে ক্রোমোজোগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.খ ২.ঘ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.গ ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা