[পূর্ববর্তী লেখার পর]
লালসালু
৬৭. ‘লালসালু’ উপন্যাসে কে দেশান্তর হয়?
ক. মজিদ খ. খালেক ব্যাপারী
গ. আমেনা বিবি ঘ. তাহেরের বাপ
৬৮. ‘লালসালু’ উপন্যাসে ঘুমকাতুর স্বভাবের কে?
ক. জমিলা খ. রহিমা
গ. আমেনা ঘ. ভানু বিবি
৬৯. জমিলার বিদ্রোহের উৎস কোনটি?
ক. সরলতা খ. কপটতা
গ. ভীরুতা ঘ. সহজ প্রাণধর্ম
৭০. মহব্বতনগরে নবাগত লোকটি কে?
ক. ব্যাপারী খ. রেহান আলী
গ. মজিদ ঘ. কালুমতি
৭১. লালসালু উপন্যাসে ‘সাত ছেলের বাপ’ কে?
ক. দুদু মিয়া খ. সোলেমান
গ. তাহের ঘ. কাদের
৭২. কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়?
ক. জমিলা খ. রহিমা
গ. হাসুনির মা ঘ. আমেনা
৭৩. অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন?
ক. মাছের উপস্থিতি টের পেয়ে
খ. দক্ষ শিকারি বলে
গ. শব্দ করলে মাছ পালায় বলে
ঘ. সতর্কতার মার নেই বলে
৭৪. ‘আহা, খোদা যদি আমাকে পোলাপাইন দিত।’—কথাটা ব্যথাবিদীর্ণ অন্তরে জাগ্রত হয়—
i. রহিমার
ii. আমেনার
iii. মজিদের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫. খালেক ব্যাপারীর চারিত্রিক বৈশিষ্ট্য হলো, সে—
i. দুর্বলচিত্ত
ii. ধর্মভীরু
iii. ব্যক্তিত্বহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৬. ‘লালসালু’ উপন্যাসের প্রতিপাদ্য বিষয়—
i. মাজারকেন্দ্রিক ধর্ম ব্যবসা
ii. অর্থনৈতিক দ্বন্দ্ব
iii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৭. মজিদ কীভাবে তার ক্ষমতা ও প্রভাবকে প্রতিষ্ঠিত করে?
ক. মানুষকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে
খ. মানুষের সাথে ভালো ব্যবহার করে
গ. নিজের অঢেল অর্থ–প্রতিপত্তির জোরে
ঘ. অলৌকিক ক্ষমতাবলে
৭৮. ‘ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন?’—কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে?
ক. মজিদের খ. আক্কাসের
গ. তাহেরের বাপের ঘ. হাসুনির মায়ের
৭৯. গ্রামের আশপাশে কারা আস্তানা গড়লে মজিদ শঙ্কিত হয়ে ওঠে?
ক. মৌলভিরা
খ. জাঁদরেল পীররা
গ. জাঁদরেল আওলিয়ারা
ঘ. স্কুল মাস্টাররা
৮০. মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক চলেছে কোন দিকে?
ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
৮১. মোনাজাত শেষে মজিদ কোন দিকে পা ফেলে?
ক. উত্তর খ. দক্ষিণ
গ. পূর্ব ঘ. পশ্চিম
সঠিক উত্তর
লালসালু: ৬৭.ঘ ৬৮.ক ৬৯.ঘ ৭০.গ ৭১.ক ৭২.খ ৭৩.গ ৭৪.খ ৭৫.ঘ ৭৬.খ ৭৭.ক ৭৮.গ ৭৯.খ ৮০.গ ৮১.ক
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]