টেক্সটাইলে মাস্টার্সে দুটি কোর্সে ভর্তি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০১৯-২০২০ শিক্ষাবর্ষের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে (টিই) M. Engineering এবং M.Sc. in Texline Engineering প্রোগ্রামে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নির্ধারিত আসনে ভর্তির জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
আগ্রহী আবেদনকারীকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসে এক হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
আবেদনের যোগ্যতা
M. Engineering কোর্স
ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে ৬ মাসের ছুটি নিতে হবে।
M.Sc. in Texline Engineering কোর্স
ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিতে ন্যুনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে ৬ মাসের ছুটি নিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৩
ভর্তি পরীক্ষা/সাক্ষাতকার: ২০ সেপ্টেম্বর ২০২৩, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত
ফলাফল প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩
ভর্তির তারিখ: ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৩
ক্লাস শুরু: ১৪ অক্টবর ২০২৩
যেসব কাগজপত্র লাগবে
সঠিকভাবে পূরনকৃত আবেদপত্র
শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব পরীক্ষার মার্কশীট/ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
নাগরিকত্বের সনদপত্র/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি
সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
শুধু অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ক্ষেত্রে “Appeared Certificate” দ্বারা আবেদন গ্রহণযোগ্য
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিভাগীয় অফিস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট mbstu.ac.bd-এ পাওয়া যাবে।