গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-২৩)

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।

প্রশ্ন:

ABCD একটি সামান্তরিকে BC ও CD এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F। AE ও AF, BD কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। MN = 4 হলে, BD এর মান বের করো।

সমাধান:  

সমাধানের সুবিধার্থে A, C যোগ করি। মনে করি, AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে। তাহলে চূড়ান্ত চিত্রটি হবে—

আমরা জানি,

a) সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।  

b) ত্রিভুজের মধ্যমাত্রয় সম্পাত বিন্দুতে 2: 1 অনুপাতে বিভক্ত করে।

(a) অনুযায়ী AC ও BD কর্ণদ্বয় O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে, AO = OC এবং BO = OD।

এখন, ∆ABC ত্রিভুজে AE ও BO মধ্যমাদ্বয় M বিন্দুতে ছেদ করে। তাহলে, (b) অনুযায়ী— BM: MO = 2: 1

বা, BM/MO = 2/1

বা, BM = 2MO … … … (i)

আবার, ∆ADC ত্রিভুজে AF ও DO মধ্যমাদ্বয় N বিন্দুতে ছেদ করে। তাহলে, (b) অনুযায়ী— DN: NO = 2: 1

বা, DN/NO = 2/1

বা, DN = 2NO … … … (ii)

এখন, BD = BM + MN + ND

বা, BD = 2MO + MN + 2NO

বা, BD = 2(MO + NO) + MN

বা, BD = 2MN + MN

বা, BD = 3MN

বা, BD = 3∙4

∴ BD = 12

আরও পড়ুন