অধ্যায় ৫
তোমার এলাকার অন্তত ৫০ বছরের পুরোনো কোনো স্থাপত্য সম্পর্কে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো।
নিচে কয়েকটি নির্দেশনা দেওয়া হলো:
১. তোমরা প্রত্যেকে এলাকার অন্তত ৫০ বছরের পুরোনো যেকোনো একটি স্থাপত্য সম্পর্কে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লিখবে। পুরাকীর্তিটি হতে পারে কোনো পুরোনো বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, সমাধিস্থল, প্রশাসনিক ভবন ইত্যাদি।
২. তোমার আশপাশের এলাকার মধ্যে যদি এ ধরনের অন্তত ৫০ বছরের পুরোনো স্থাপত্য না থাকে, তাহলে দূরবর্তী এলাকার বা নিজ জেলার অন্য যেকোনো পুরাকীর্তি সম্পর্কে লিখতে পারো। তাই প্রথমে কোন পুরাকীর্তি সম্পর্কে লিখবে, তা নিয়ে চিন্তা করে স্থানটি বাছাই করো।
৩. পুরাকীর্তিটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জোগাড় করো। এ জন্য বন্ধু, আত্মীয়, এলাকার প্রবীণদের সহযোগিতা নিতে পারো। ইন্টারনেটে খুঁজেও পুরাকীর্তিটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারো।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা