ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | জন্মভূমি : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

জন্মভূমি

১. রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৬১ সালের ৪ মে

খ. ১৮৬১ সালের ২ মে

গ. ১৮৬১ সালের ৭ মে

ঘ. ১৮৬১ সালের ৩ মে

২. জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে আকুল করার কারণ কী?

ক. কবির কাব্যপ্রেম

খ. কবির দেশপ্রেম

গ. কবির ভাবুক মন

ঘ. কবির কাব্যানুভূতি

৩. ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’—এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. গাছের ছায়া

খ. জন্মভূমির আশ্রয়

গ. মায়ের কোল

ঘ. জন্মভূমির প্রকৃতি

৪. কবি রানির ঐশ্বর্যের চেয়ে কোনটিকে শ্রেয় মনে করেছেন?

ক. জন্মভূমির ফুলের সৌরভকে

খ. জন্মভূমির ফসলের মায়াকে

গ. জন্মভূমির সুশীতল ছায়াকে

ঘ. জন্মভূমির চাঁদের হাসিকে

৫. ‘গগন’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. আকাশ খ. মেঘ

গ. পাতাল ঘ. সমুদ্র

৬. কবির একান্ত ইচ্ছা—

i. দেশের মাটিতে চিরনিন্দ্রায় শায়িত হওয়া

ii. জন্মভূমির স্নেহতলে জীবন অতিবাহিত করা

iii. এ দেশের বনে চিরনিদ্রায় শায়িত হওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. ‘জন্মভূমি’ কবিতায় কবি মুগ্ধ হয়েছেন—

i. জন্মভূমির অপরূপ সৌন্দর্যে

ii. জন্মভূমির বিপুল ঐশ্বর্যে

iii. জন্মভূমির প্রকৃতির স্নিগ্ধতায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. জন্মভূমির সৌন্দর্যের অফুরন্ত উৎস কী?

ক. নদীর স্রোত খ. পাখির ডাক

গ. গাছের ছায়া ঘ. চাঁদের জ্যোৎস্না

৯. ‘জন্মভূমি’ কবিতায় ‘মুদব নয়ন শেষে’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. চোখ বন্ধ করা

খ. মৃত্যুবরণ করা

গ. সুপ্ত অবস্থা

ঘ. আত্মগোপন করা

১০.‘জন্মভূমি’ কবিতায় কবি নিজেকে জন্মভূমির কী হিসেবে গণ্য করেছেন?

ক. দাস খ. সন্তান

গ. কবি ঘ. গুণগ্রাহী

সঠিক উত্তর

জন্মভূমি: ১.গ ২.খ ৩.খ ৪.গ ৫.ক ৬.ক ৭.খ ৮.ক ৯.খ ১০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা