শিল্পী ও শিল্পীর মেধাবী সন্তানের জন্য শিক্ষাবৃত্তি
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ২০২৪ সালের শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য শিল্পীকে শিল্পকর্মের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে এমফিল/পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য এবং শিল্পীদের ষষ্ঠ থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী সন্তানের শিক্ষার জন্য বৃত্তি প্রদান করবে।
জেনে রাখুন দরকারি তথ্য
১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও প্রচলিত কোন শাখার শিল্পী/
সাহিত্যিক হতে হবে।
২. শিল্প/সাহিত্যকর্মবিকাশে মৌলিক/বিশিষ্ট অবদান রেখেছেন এমন শিল্পী বা তার সন্তান বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন।
৩. আবেদনকারী শিল্পীর নামে একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
৪. শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি এবং শিল্পীদের মেধাবী সন্তানের শিক্ষার জন্য
বৃত্তি প্রত্যাশী শিল্পীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
৫. দুই কপি পাসপোর্টসাইজের সত্যায়িত ছবি, স্থায়ী ঠিকানার অনকুূলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদের কপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদন ফরম বিনা মূল্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (moca.gov.bd) ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট্র (shilpitrust.portal.gov.bd)-এ পাওয়া যাবে। আবেদন ফরমের ফটোকপি গ্রহণযোগ্য। নিচে আবেদন ফরমের পিডিএফ সংযুক্ত করা আছে, এখান থেকেও ডাউনলোড করে নেওয়া যাবে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ১০ মার্চ ২০২৪ তারিখের মধ্যে নিজ নিজ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: shilpitrust.portal.gov.bd