অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আরডিআরএস শিক্ষাবৃত্তি

আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর

আরডিআরএস বাংলাদেশ পরিচালিত কার্যক্রমের চিত্রছবি: আরডিআরএস বাংলাদেশ-এর ওয়েবসাইট থেকে নেওয়া

আরডিআরএস বাংলাদেশ পরিচালিত আরডিআরএস শিক্ষাবৃত্তি কর্মসূচি ২০২৩-এর জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আরডিআরএসের কর্ম এলাকায় স্থায়ীভাবে অবস্থানরত দরিদ্র/অনগ্রসর/পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

দুটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে

ক. উচ্চশিক্ষার জন্য (মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/বিশ্ববিদ্যালয় ইত্যাদি) মাসিক বৃত্তির পরিমাণ ৪,০০০ টাকা ।

খ. ডিপ্লোমা/অন্যান্য কোর্সের জন্য (কারিগরি/নার্সিং/ধাত্রীবিদ্যা/কৃষি ইত্যাদি) মাসিক বৃত্তির পরিমাণ ৩,০০০ টাকা।

আবেদনের যোগ্যতা

এসএসসি/এইচএসসিতে কমপক্ষে জিপিএ-৪ (৫–এর মধ্যে) পেতে হবে (নারী শিক্ষার্থীদের জন্য ৩) এবং উচ্চশিক্ষা/ডিপ্লোমা শিক্ষা গ্রহণের জন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিস্তারিত নির্দেশিকা ও আবেদন ফরমের জন্য লিংক- rdrsbangladesh.org

শিক্ষাবৃত্তির আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশিকা আরডিআরএসের ওয়েবসাইট, আরডিআরএস রিজিওনাল অফিস/সংশ্লিষ্ট এরিয়া অফিস বা ব্রাঞ্চ অফিস থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর

আরও পড়ুন