অধ্যায় ৭
৪. প্রশ্ন: সংক্রামক রোগের কারণ কী?
উত্তর: সংক্রামক রোগের কারণগুলো নিচে দেওয়া হলো:
ক. সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমণ হতে পারে
খ. সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন গ্লাস, প্লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সংক্রমিত হতে পারে
গ. মশার মাধ্যমে সংক্রমণ হতে পারে।
৫. প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কী করবে?
উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করব।
৬. প্রশ্ন: পাঁচটি সংক্রামক রোগের নাম লেখো।
উত্তর: ক. সোয়াইন ফ্লু খ. হাম গ. গুটিবসন্ত ঘ. কলেরা ঙ. যক্ষ্মা
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা