শেষ মুহূর্তের প্রস্তুতি (৩য় পর্ব)—ভূগোল ২য় পত্র | এইচএসসি ২০২৪

ছয় পর্বের ৩য় পর্ব

ইগলু হলো এক ধরণের বরফের ঘর
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের ভূগোল ২য় পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ৩য় পর্ব । ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।

(৩য় পর্ব)

১. ‘ইগলু’ কাদের বাসগৃহ?

ক. মাউরি খ. নরম্যান

গ. ফ্রিমান ঘ. এস্কিমো

 ২. ২০০ পরিবারের অধিক একসঙ্গে বসবাস করে কোন বসতিতে?

 ক. পল্লি খ. গ্রাম্য

গ. বিক্ষিপ্ত ঘ. নিবিড়

 ৩. বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি?

 ক. ভূপ্রকৃতি খ. জলবায়ু

গ. কৃষি ঘ. মাটি

 ৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে কম বসতি দেখা যায়?

 ক. রাজশাহী খ. টাঙ্গাইল

গ. ফরিদপুর ঘ. বান্দরবান

 ৫. পানির অভাবে বিলের ধারে কোন ধরনের বসতি গড়ে ওঠে?

 ক. বিক্ষিপ্ত খ. পুঞ্জীভূত

গ. রৈখিক ঘ. বিচ্ছিন্ন

 ৬. নদীর তীরবর্তী স্থানগুলোতে নিচের কোন ধরনের গ্রামীণ বসতি গড়ে ওঠে?

 ক. গোলাকার খ. রৈখিক

 গ. বিক্ষিপ্ত ঘ. পল্লি

 ৭.    জলবায়ু ও মৃত্তিকা বসতি স্থাপনের কোন ধরনের নিয়ামক?

ক. প্রাকৃতিক খ. প্রাকৃতিক ও সাংস্কৃতিক

গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক

 ৮.    বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে?

 ক. সাঁওতাল খ. চাকমা

গ. গারো ঘ. মারমা

 ৯. অস্থায়ী বসতি কোন ধরনের অঞ্চলে দেখা যায়?

 ক. বৃষ্টিবহুল খ. শুষ্ক বা প্রায় শুষ্ক

গ. পাহাড়ি ঘ. মেরু

১০. কোন ধরনের বসতিতে প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় হয়?

 ক. বিচ্ছিন্ন খ. অনুকেন্দ্রিক

গ. পুঞ্জীভূত ঘ. বিক্ষিপ্ত

 সঠিক উত্তর: ১.ঘ  ২. ঘ ৩.গ ৪. ঘ ৫.খ ৬. খ ৭.ক ৮. ক ৯. ঘ ১০.গ

 উদ্দীপকের আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।

বৃষ্টির বাড়ি পাবনায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুপ্তি চাকমার গ্রামের বাড়িতে

বেড়াতে গিয়ে সেখানে ভিন্ন ধরনের বসতি দেখতে পেল।

 ১১.    বৃষ্টি কোন ধরনের বসতি দেখতে পেল?

ক. পুঞ্জীভূত খ. সারিবদ্ধ

গ. বিচ্ছিন্ন ঘ. অনুকেন্দ্রিক

 ১২. সুপ্তি চাকমার গ্রামের   এলাকার সাথে বৃষ্টির নিজের এলাকার বসতি ভিন্নতর হওয়ার কারণ—

 i.  মৃত্তিকার ভিন্নতা

 ii. গৃহ নির্মাণের ধরন

 iii. সাংস্কৃতিক বৈচিত্র্য

 নিচের কোনটি সঠিক?

 ক.  i ও  ii      খ.  i ও  iii

গ.  ii ও  iii  ঘ.  i, ii ও  iii

১৩. বসতি কয় প্রকার?

  ক. ২ খ. ৩

 গ. ৪ ঘ. ৫

 ১৪.   কোনো কৃষিজমিকে কেন্দ্র করে এক বা একাধিক পরিবার মিলে যে বসতি গড়ে তোলে তাকে কী বলে?

ক. খামার বসতি খ. পাড়া

গ. ক্ষুদ্র গ্রাম ঘ. বৃত্ত বসতি

১৫.   বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী কোথায় বাস করে?

ক. কুমিল্লায় খ. সিলেটে

গ. ময়মনসিংহের গারো পাহাড়ে ঘ. পার্বত্য চট্টগ্রামে

 ১৬.   নিচের কোনটি নাতিনিবিড় বসতির অন্তর্গত?

ক. ঢাকা খ. নারায়ণগঞ্জ

গ. ফেনী ঘ. রাঙামাটি

 ১৭.   বাংলাদেশের বিল বা হাওর অঞ্চলে কোন ধরনের বসতি দেখা যায়?

 ক. সারিবদ্ধ খ. শহুরে

গ. অনুকেন্দ্রিক ঘ. রৈখিক

 ১৮.   বানিয়াচং গ্রাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. নোয়াখালী খ. হবিগঞ্জ

গ. খুলনা ঘ. সুনামগঞ্জ

 ১৯.   গ্রামীণ বসতির মানুষের প্রধান উপজীবিকা কী?

 ক. কৃষি খ. শিল্প

গ. চাকরি ঘ. খনিজ উত্তোলন

 ২০.   আদিকালে কোথায় গঞ্জ বা শহর গড়ে উঠত?

ক. নদীর তীরে খ. রাস্তার ধারে

গ. মাঠের মধ্যে ঘ. সমুদ্রের তীরে

 সঠিক উত্তর: ১১.গ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬.গ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. ক

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

 সফিক সাহেব ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন। বাসায় ফেরার পথেএকটি স্থান থেকে শাকসবজি ক্রয় করেন। সেখানে সপ্তাহে দুই দিন সব ধরনের পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করা হয় এবং ক্রেতা ও বিক্রেতারা দূর-দূরান্ত থেকে আসেন।

 ২১.   সফিক সাহেবের শাকসবজি ক্রয়ের স্থানটিকে কী বলে?

ক. হাট  খ. বাজার

গ. শপিং মল ঘ. বাণিজ্যিক এলাকা

 ২২.   উদ্দীপকের স্থানটির বৈশিষ্ট্য—

 i. সমতল ও বন্যমুক্ত স্থানে গড়ে ওঠে

 ii. স্থায়ী দোকান থাকে

 iii. নিত্যব্যবহার্য পণ্যের ক্রয়-বিক্রয় হয়

 নিচের কোনটি সঠিক?

ক.  i ও  ii খ.  i ও  iii

গ.  ii ও  iii ঘ.  i, ii ও  iii

২৩.   মহানগরের জনসংখ্যা কত হলে তাকে মেগাসিটি বলে?

ক. ৪০ লাখের অধিক খ. ৫০ লাখের অধিক

গ. ৬০ লাখের অধিক ঘ. ৭০ লাখের অধিক

 ২৪.   নগরায়ন শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক.  Urbanization খ.  Ubraner

গ.  Urbs ঘ.  Urban

২৫.   ঢাকা নগরী কত সালে গড়ে ওঠে?

 ক. ১৬০০ খ. ১৬১০

গ. ১৬৫১ ঘ. ১৭৫৭

 ২৬. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?

 ক. মধুমতী খ. মেঘনা

গ. বুড়িগঙ্গা ঘ. শীতলক্ষ্যা

 ২৭. পুঞ্জীভূত বসতির পরিধি বৃদ্ধি পেয়ে কোন বসতির রূপ নেয়?

 ক. পৌর খ. কেন্দ্রীভূত

গ. অনুকেন্দ্রিক ঘ. ঘন সন্নিবদ্ধ

 ২৮. বিনিময় বৈশিষ্টে্যর ওপর ভিত্তি করে বাংলাদেশের হাটগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

 ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

 ২৯. বাংলাদেশের সব পৌরসভাকে কী হিসেবে ধরা হয়?

 ক. শহর খ. নগর

গ. মহানগর ঘ. মেগাসিটি

 ৩০. চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?

 ক. গোমতী খ. কুশিয়ারা

গ. কর্ণফুলী ঘ. পদ্মা

 সঠিক উত্তর: ২১. ক ২২. ঘ ২৩.খ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০.গ

 ৩১. রাজশাহীর চলনবিল এলাকায় কীরূপ বসতি দেখা যায়?

 ক. সারিবদ্ধ খ. বিরল

গ. বিক্ষিপ্ত ঘ. গোলাকার

 ৩২. মোগল আমলে বিভিন্ন নগর গড়ে ওঠে কীভাবে?

 ক. শিল্পকে কেন্দ্র করে খ. বাজারকে কেন্দ্র করে

গ. বন্দরকে কেন্দ্র করে ঘ. নদীকে কেন্দ্র করে

 ৩৩. গ্রামীণ হাটবাজার গড়ে ওঠার মূল কারণ কোনটি?

 ক. সাংস্কৃতিক খ. সামাজিক

গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক

 ৩৪. পার্বত্য এলাকায় জুমচাষ করা হয় কীভাবে?

 ক. জঙ্গল কেটে ও পুড়িয়ে খ. সাধারণ লাঙল দিয়ে চাষ করে

গ. প্রযুক্তি ব্যবহার করে ঘ. সেচব্যবস্থার মাধ্যমে

 ৩৫. গ্রামীণ বসতির বৈশিষ্ট্য—

 i.  একক পরিবারের সদস্য বেশি 

  ii. অনুন্নত যোগাযোগব্যবস্থা

 iii. মানুষের প্রধান উপজীবিকা কৃষি

 নিচের কোনটি সঠিক?

ক.  i ও  ii খ.  i ও  iii গ.  ii ও  iii  ঘ.  i, ii ও  iii

৩৬. চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে কোন ধরনের বসতি গড়ে উঠেছে?

 ক. পুঞ্জীভূত খ. অনুকেন্দ্রিক

গ. বিক্ষিপ্ত ঘ. সংঘবদ্ধ

 নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

 জনাব ‘ক’ লেখাপড়ার জন্য গ্রাম ছেড়ে ঢাকা শহরে আসেন। ঢাকায় এসে তিনি তার গ্রামের তুলনায় সবকিছুতে পরিবর্তন দেখতে পান।

 ৩৭.‘ক’-এর নতুন শহরে লোকজন কোন পেশার সাথে জড়িত   নয়?

ক. ব্যবসা খ. কৃষি

গ. চাকরি ঘ. শিল্পকর্ম

 ৩৮. জনাব ‘ক’ নতুন শহরে বসতির যেসব বৈশিষ্ট্য লক্ষ করেছেন —

 i.  উন্নত নির্মাণসামগ্রী দ্বারা নির্মিত বসতি  

ii. উন্নত জীবনযাপনের ব্যবস্থা

 iii. অনুন্নত যোগাযোগব্যবস্থা

 নিচের কোনটি সঠিক?

ক.  i ও  ii   খ.  i ও  iii

গ.  ii ও  iii  ঘ.  i, ii ও  iii

৩৯. নিবিড় গ্রামীণ বসতির প্রধান বৈশিষ্ট্য কোনটি?

 ক. ঘরবাড়ি দূরে দূরে খ. ঘরবাড়ি ঘন সন্নিবিষ্ট

গ. ঘরবাড়ি সারিবদ্ধ ঘ. ঘরবাড়ি গোলাকৃতির

৪০. পাহাড়ি ও হাওর অঞ্চলে কোন ধরনের বসতি লক্ষ করা যায়?

 ক. বিক্ষিপ্ত খ. বিচ্ছিন্ন

গ. সংঘবদ্ধ ঘ. সারিবদ্ধ

সঠিক উত্তর: ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ক ৩৫.গ ৩৬. ক ৩৭. খ ৩৮.ক ৩৯. খ ৪০.ক

মো. শাকিরুল ইসলামপ্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা