অধ্যায় ৪
অনুচ্ছেদটি পড়ে ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অয়ন ও রিজভি ‘প্রাচীন বাংলার শাসনব্যবস্থা’ নিয়ে আলোচনা করছিল। অয়ন বলল, বাংলাদেশে বর্তমানে যেমন পাঁচটি প্রশাসনিক ভাগ রয়েছে। যথা: বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম। ঠিক তেমনি প্রাচীন বাংলার একটি যুগে পাঁচটি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল এর শাসনকাঠামো।
৬১. ওই যুগের প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত—
i. ভুক্তি
ii. মণ্ডল
iii. বীথি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. কীর্তিবর্মণ কোন বংশের রাজা ছিলেন?
ক. পাল বংশের খ. সেন বংশের
গ. চালুক্য বংশের ঘ. দেব বংশের
৬৩. ‘মাৎস্যন্যায়’–এর অবসান ঘটে কীভাবে?
ক. মৌর্যদের আগমনে খ. গুপ্তদের আগমনে
গ. সেনদের আগমনে ঘ. পালদের আগমনে
৬৪. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. ধর্মপাল খ. দেবপাল
গ. গোপাল ঘ. মহীপাল
৬৫. হিউয়েন সাং কাকে বৌদ্ধধর্মবিদ্বেষী বলেছেন?
ক. শশাংককে খ. রাজ্যবর্ধনকে
গ. হর্ষবর্ধনকে ঘ. গ্রহবর্মণকে
৬৬. প্রাচীন বাংলায় ‘মাৎস্যন্যায়’ কত বছর স্থায়ী ছিল?
ক. ১০০ বছর খ. ২০০ বছর
গ. ৩০০ বছর ঘ. ৪০০ বছর
৬৭. পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কার আমলে নির্মিত হয়?
ক. ধর্মপাল খ. গোপাল
গ. রামপাল ঘ. দেবপাল
৬৮. কার রাজত্বকালে বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসার লাভ করে?
ক. শশাংক খ. মহিপাল
গ. ধর্মপাল ঘ. অশোক
৬৯. পাল বংশের পতন ঘটে কীভাবে?
ক. অর্থনৈতিক সংকটের কারণে
খ. নিজেদের মধ্যে অন্তঃকলহের কারণে
গ. বিলাসী জীবনযাপনের কারণে
ঘ. শাসকদের যোগ্যতার অভাবে
৭০. ‘মহামাত্র’ কী?
ক. একজন মহাসামন্ত
খ. একজন উপরিক
গ. একজন রাজপ্রতিনিধি
ঘ. একজন রাজকর্মচারী
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬১.ঘ ৬২.গ ৬৩.ঘ ৬৪.গ ৬৫.ক ৬৬.ক ৬৭.ক ৬৮.গ ৬৯.ঘ ৭০.গ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা