শব্দ ও পদ
১১. বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তা কোন কারক?
ক. কর্তৃকারক খ. কর্মকারক
গ. করণ কারক ঘ. সম্প্রদান কারক
১২. ক্রিয়াকে ‘কে’ দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়?
ক. করণ কারক খ. অধিকরণ কারক
গ. সম্প্রদান কারক ঘ. কর্তৃকারক
১৩. অধিকরণ কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য বিভক্তি খ. দ্বিতীয়া বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. সপ্তমী বিভক্তি
১৪. ‘বিপদে যেন করিতে পারি জয়’—এখানে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী বিভক্তি
খ. অধিকরণে সপ্তমী বিভক্তি
গ. কর্মে সপ্তমী বিভক্তি
ঘ. করণে সপ্তমী বিভক্তি
১৫. ‘বুলবুলিতে ধান খেয়েছে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী খ. কর্মে সপ্তমী
গ. করণে সপ্তমী ঘ. কর্তায় দ্বিতীয়
১৬. ‘আমারে তুমি করিবে ত্রাণ’—এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী
গ. কর্মকারকে দ্বিতীয়া
ঘ. সম্প্রদান কারকে চতুর্থী
১৭. ‘নৌকা ঘাটে বাঁধা’—‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে দ্বিতীয়া
খ. করণে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে পঞ্চমী
১৮. ‘ধর্মের কল বাতাসে নড়ে’ বাক্যটিতে ‘বাতাসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী খ. কর্মে সপ্তমী
গ. কর্মে শূন্য ঘ. অধিকরণে সপ্তমী
১৯. ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়?
ক. কর্তৃকারক খ. কর্মকারক
গ. করণ কারক ঘ. সম্প্রদান কারক
২০. ‘বাঘে-মহিষে এক ঘাটে পানি খায়’—‘বাঘে-মহিষে’ কোন কর্তা?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা ঘ. প্রযোজক কর্তা
সঠিক উত্তর
শব্দ ও পদ: ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) । বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶