অধ্যায় ২
৫১. হিস্টোন কোথায় থাকে?
ক. প্লাজমায় খ. সাইটোপ্লাজমে
গ. গলজি বস্তুতে ঘ. ক্রোমোজোমে
৫২. পাতার ক্লোরেনকাইমাকে কী বলে?
ক. প্যারেনকাইমা খ. অ্যারেনকাইমা
গ. জাইলেম ঘ. মেসোফিল
৫৩. কোনটির কোষপ্রাচীর লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি?
ক. সপুষ্পক উদ্ভিদের খ. ব্যাকটেরিয়ার
গ. ছত্রাকের ঘ. শৈবালের
৫৪. মাইক্রোভিল্লি কোথায় থাকে?
ক. প্লাজমালেমায় খ. সাইটোপ্লাজমে
গ. কোষপ্রাচীরে ঘ. নিউক্লিয়াসে
৫৫. কাইটিন কোন জাতীয় পদার্থ?
ক. ফ্যাট খ. প্রোটিন
গ. মিনারেল ঘ. কার্বোহাইড্রেট
৫৬. গলজি বস্তুর কাজ হলো—
i. হরমোন নিঃসরণ করা
ii. কোষস্থ পানি বের করা
iii. প্রোটিন সঞ্চয় করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয়?
ক. কোলেনকাইমা খ. অ্যারেনকাইমা
গ. ক্লোরেনকাইমা ঘ. স্কেলেরেনকাইমা
৫৮. লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?
ক. মূলে খ. কাণ্ডে
গ. পাতায় ঘ. ফুলে
৫৯. নিউক্লিয়াস সম্পর্কে তথ্য হলো—
i. কোষের বিপাকীয় কার্যবলী নিয়ন্ত্রণ করে
ii. এতে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে
iii. ক্রোমোজোম বহন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?
ক. মূলে খ. কাণ্ডে
গ. পাতায় ঘ. রঙীন ফুলে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.ঘ ৫২.ঘ ৫৩.খ ৫৪.ক ৫৫.ঘ ৫৬.ঘ ৫৭.খ ৫৮.ক ৫৯.ঘ ৬০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা