আত্মবিশ্বাস থাকতে হবে, ভয় পাওয়া চলবে না

প্রিয় পরীক্ষার্থী, পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে। মনে এ বিশ্বাস রাখবে যে, আমি ভালোভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারব বা আমার পরীক্ষাটা অবশ্যই ভালো হবে।

একজন শিক্ষার্থীর মনেই যদি আত্মবিশ্বাস না থাকে বা আত্মবিশ্বাস কম থাকে, তাহলে পরীক্ষা নিয়ে তার মনে আগেই দুর্বলতা তৈরি হয়ে যায়। এর ফলে পড়ায় মন বসে না, মনোযোগও বাড়ে না, প্রস্তুতিও ভালো হয় না। তাই মনোযোগ বাড়াতে দরকার আত্মবিশ্বাস।

তোমরা দুই বছর সিলেবাসটি পড়েছ, অনুশীলন করেছ, পরীক্ষাও দিয়েছ; তাই আমি বলতেই পারি, তোমাদের সবার প্রস্তুতি অনেক ভালো হয়েছে, ভালো আছে। তাহলে পরীক্ষা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নেই।

প্রতিদিন দরকারি অধ্যায়গুলো রিভিশন দেবে, অনুশীলন করবে আর প্রশ্নের উত্তর লিখে অনুশীলন করে হাতটা চালু রাখবে। শেষ মুহূর্তে কোনো সমস্যা থাকলে, তা সহজ সমাধান করে নিতে পারবে।

এখন অতিরিক্ত রাত জেগে পড়াশোনা করবে না। স্বাভাবিকভাবেই প্রতিটি বিষয় রিভিশন দাও। এখনো শীতের আমেজ রয়েছে, তাই ঠান্ডা যেন না লাগে, সেদিকে অবশ৵ই খেয়াল রাখবে।

কেকা রায় চৌধুরী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা