আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের কিছু জিজ্ঞাসার উত্তর
প্রথমেই চলুন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (AFMC) ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন দেখে নেই
জীববিজ্ঞান: ৩০
রসায়ন: ৩০
পদার্থবিজ্ঞান: ৩০
সাধারণ জ্ঞান: ৫
ইংরেজি: ৫
মোট: ১০০ (উল্লেখ্য,প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে মার্ক কাটা যাবে)
১. এখন কী পড়ব, কোন বই পড়ে পরীক্ষার হলে যাব
এখন নতুন করে কিছুই পড়বেন না। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যা পড়েছেন, তাই যথেষ্ট। যত পারবেন, রিভিশন দিবেন। নতুন বই পড়ার সময় এখন নয়। আপনি আজমল স্যার পড়লে, এখন আজমল–ই পড়বেন। আলীম স্যার পড়লে, আলীম–ই পড়বেন। আর গাইড পড়ে মেডিকেলের প্রিপারেশন হয় না।
২. AFMC–এর প্রশ্ন ব্যাংক আছে?
না, AFMC–এর প্রশ্ন প্রকাশ করা হয় না। বাজারে যা আছে, ওগুলোর ওপর ভরসা করা ঠিক হবে না, ওগুলো সঠিক না–ও হতে পারে।
৩. অনুশীলনের প্রশ্ন পড়ব?
অবশ্যই পড়ে যাবেন। পদার্থ ও রসায়নের অনুশীলনের প্রশ্ন বেশি গুরুত্ব দিবেন। প্রতিবছরই শোনা যায় অনুশীলনের প্রশ্ন আসছে।
৪. কেমন প্রশ্ন হয়, কাট মার্ক কত?
প্রশ্ন তুলনামূলক সহজ হয়। বেসিক থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। পদার্থবিজ্ঞানে সহজ কিছু ম্যাথ আসে, ফর্মুলাগুলো ভালো করে পড়তে হবে। রসায়ন বেসিকে জোর দিতে হবে। জীববিজ্ঞান তুলনামূলক সহজ আসে। AFMC কখনো পরীক্ষার স্কোর প্রকাশ করে না। তাই কাট মার্ক জানা সম্ভব হয় না। আপনাদের স্কোর ৮০+ রাখার চেষ্টা করতে হবে।
৫. কোটা ছাড়া চান্স পাওয়া সম্ভব?
৩০ শতাংশ আর্মি কোটা থাকে, ফলে দেখতেই পাচ্ছেন বেশির ভাগ যাঁরা চান্স পান, তাঁরা কোটা ছাড়াই চান্স পান। আমার নিজেরও কোটা ছিল না। তাই এ নিয়ে দুশ্চিন্তা করবেন না, হতাশ হবেন না।
৬. সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দেওয়া ঠিক হবে?
যাঁরা এবার সেকেন্ড টাইমার, তাঁদের ৫ নম্বর কর্তন করা হবে, তবে এতে আশা হারাবেন না। অনেক সেকেন্ড টাইমার AFMC–তে পড়েন। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায়ও সেকেন্ড টাইমারদের অনেক ভালো রেজাল্ট হয়েছে।
৭. আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আসন কত?
সর্বমোট ১২৫টি আসন থাকে, যার মধ্যে বিদেশি শিক্ষার্থী থাকেন ৫ থেকে ১০ জন। বাকি আসনগুলোর জন্যই মূল প্রতিযোগিতা হবে। একটি সরকারি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ছাড়াও আরও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। সেগুলো হলো—চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, যশোর আর্মি মেডিকেল কলেজ। প্রতিটি কলেজের জন্য ৫০টি করে আসন রয়েছে। সর্বমোট ২৫০টি আসন আর্মি মেডিকেলের জন্য। এসব আর্মি মেডিকেলে পড়ার জন্য মেধাতালিকায় থাকতে হবে।
৮. উচ্চতা ও ওজন বিবেচনা করা হয়?
এবার আর্মি কোরে (AMC) কোনো ক্যাডেট নেওয়া হবে না। AFMC ক্যাডেটদের ওজন ও উচ্চতা তেমন বিবেচিত হয় না। সবাই পরীক্ষা দিতে পারবেন।
৯. আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ/ আর্মি মেডিকেল কলেজের প্রস্তুতি কীভাবে নিব?
পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট ৬০ নম্বর। তাই এ বিষয় দুটিতে বেশি জোর দিবেন।
ইংরেজি ও সাধারণ জ্ঞানে মোট ১০ নম্বর, এগুলো কম পড়লেই চলবে।
জীববিজ্ঞানের প্রস্তুতি মেডিকেল ভর্তির জন্য যা নিয়েছেন, তাতেই চলবে।
অনুশীলনীর প্রশ্নগুলো দেখে যাবেন।
প্রতিদিন একটি করে সাবজেক্ট (বিষয়) শেষ করবেন।
সাধারণ জ্ঞানের জন্য সশস্ত্র বাহিনী, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু—এই বিষয়গুলোয় আলাদা গুরুত্ব দিবেন।
ইংরেজি মেডিকেল অ্যাডমিশন এক্সামের জন্য যা পড়েছেন, সেটাই যথেষ্ট। বেশি করে গুরুত্ব দিবেন বেসিক গ্রামার রুলস, ট্রান্সলেশন, সিনোনেম, অ্যানটোনেমে।
AFMC প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত একমাত্র সরকারি মেডিকেল কলেজ। প্রতিবছর AFMC থেকে অনেক মেধাবী ডাক্তার তৈরি হচ্ছেন। তাই ১৬ ফেব্রুয়ারির AFMC ভর্তি পরীক্ষা আপনাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।
যারা ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছেন সবাই অবশ্যই পরীক্ষা দিবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।
ডা. মারিফুল ইসলাম, এমবিবিএস, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (২০১৬-২০১৭)