নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১. সেসব প্রাণী ফুলকার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়, নিচের কোনটি না থাকলে তারা বাঁচতে পারত না—

i. বাতাস

ii. পানি

iii. মাটি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. ১ গ্রাম/সিসি অর্থ কী?

i. ১ সিসি পানির ভর ১ গ্রাম

ii. ১ সিসি পানির ভর ১০০০ গ্রাম

iii. ১ সিসি পানির ভর ১০০ গ্রাম

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. পানি বিশুদ্ধকরণ পদ্ধতি হলো—

i. পরিস্রাবণ

ii. ক্লোরিনেশন

iii. স্ফুটন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. পানিবাহিত রোগ হলো—

i. কলেরা ii. আমাশয়

iii. ক্যানসার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. বিশুদ্ধ পানি তড়িৎ—

i. পরিবাহী ii. অপরিবাহী

iii. অর্ধপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৬. কোনো দ্রবণে অ্যাসিডের পরিমাণ

যত বাড়ে PH–এর মান তত—

i. কমে ii. বাড়ে

iii. সমান থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. পানিতে ক্ষতিকর ধাতব পদার্থগুলো হলো—

i. আর্সেনিক ii. মার্কারি

iii. লবণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. তেজস্ক্রিয় পদার্থ হলো—

i. ইউরেনিয়াম

ii. সিজিয়াম

iii. ভারী পানি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. পানির তাপমাত্রা বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ—

i. কমে যায়

ii. বেড়ে যায়

iii. একই থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. পানির একটি বিশেষ ধর্ম হলো এটি—

i. জৈব যৌগকে দ্রবীভূত করে

ii. অজৈব যৌগকে দ্রবীভূত করে

iii. সব পদার্থকে দ্রবীভূত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ক ৩২.ক ৩৩.ঘ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন