অধ্যায় ৯
১২. কোনটি সামগ্রিক ব্যয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ?
ক. ব্যক্তিগত আয় খ. সরকারি ব্যয়
গ. সামরিক ব্যয় ঘ. পারিবারিক ব্যয়
১৩. বিনিয়োগ বলতে কোনটিকে বোঝায়?
ক. অতিরিক্ত মূলধনি দ্রব্য সংযোজন
খ. অতিরিক্ত অর্থ সঞ্চয়করণ
গ. অতিরিক্ত ঋণ গ্রহণ
ঘ. অতিরিক্ত শ্রম প্রদান
১৪. সামগ্রিক আয়ের ওপর নির্ভরশীল—
i. ভোগ ii. সঞ্চয়
iii. বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. মোট দেশজ উৎপাদন গণনায় বিবেচনা করা হয়—
i. নির্দিষ্ট সময়
ii. দেশের নাগরিক
iii. ভৌগোলিক সীমানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে—
i. অর্থের চাহিদা ও অর্থের জোগান সমান হলে
ii. সঞ্চয় ও বিনিয়োগ সমান হলে
iii. সামগ্রিক চাহিদা ও সামগ্রিক জোগান সমান হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. তিন খাতবিশিষ্ট অর্থনীতিতে বিবেচিত হয়—
i. ভোগ ব্যয়
ii. আমদানি ব্যয়
iii. সরকারি ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. গ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা