প্রিয় পরীক্ষার্থী, পরীক্ষা এগিয়ে আসলে অনেকে দেখা যায় বেশি টেনশনে কেউ কেউ মানসিক ও শারীরিকভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ো। এতে পুরো পরীক্ষার ওপর প্রভাব পড়ে। তাই পরীক্ষার সময় সবার আগে প্রয়োজন সুস্থ থাকা। তোমরা কিন্তু দু বছরের বেশি সময় এই বিষয়গুলো পড়েছো, অনুশীলন করেছো। তাই পরীক্ষা নিয়ে টেনশন করো না। পরীক্ষার দিন খুবই স্বাভাবিক থাকতে হবে। পুরো প্রশ্নটি ভালোভাবে পড়ে কোন বিষয়ে প্রশ্ন করা হয়েছে তা অনুধাবন করতে হবে, এরপর শুরু করতে হবে উত্তর লেখা।
উত্তর লেখার সময় মনে রাখতে হবে প্রশ্নের সঙ্গে উত্তর যেন প্রাসঙ্গিক হয়। অনেক সময় অপ্রাসঙ্গিক বিষয় লিখে উত্তর বড় করা হয়, সেটা মোটেও উচিত নয়।
উত্তর লেখার সময় মনে রাখতে হবে প্রশ্নের সঙ্গে উত্তর যেন প্রাসঙ্গিক হয়। অনেক সময় অপ্রাসঙ্গিক বিষয় লিখে উত্তর বড় করা হয়, সেটা মোটেও উচিত নয়। অনেক সময় প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা না থাকলে উত্তর লেখার সমস্যা হয়, এতে ভুল উত্তর চলে আসতে পারে। পরীক্ষার হলে এসব বিষয় খেয়াল রাখতে হবে।
পরীক্ষার আগে নতুন করে কোনো কিছু পড়বে না। বিগত সময়ে যে পড়া হয়েছে সেগুলোই শুধু ভালো করে রিভিশন করতে হবে। খাতায় উত্তর পরিচ্ছন্নভাবে লিখতে হবে। প্রশ্নের সঙ্গে উত্তরের সামঞ্জস্য থাকতে হবে।
এভাবে সবগুলো পরীক্ষা দিতে পারলে আশা করা যায় সবাই ভালো রেজাল্ট করবে। পরীক্ষার হলে তোমার সহপাঠীদের সঙ্গে কথা বলবে না, সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে না। নিজে যা পারো তাই লিখবে।
তন্ময় কুমার সাহা, অধ্যক্ষ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা