এইচএসসি ২০২৩ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

উদ্দীপকটি পড়ে ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে N2, O2, CO2, N2O ও Ar উল্লেখযোগ্য। জীবন ধারণের জন্য এই গ্যাসগুলো গুরুত্বপূর্ণ হলেও তাদের অতিরিক্ত মাত্রা জীবকুলের জন্য ক্ষতিকর।

৩১. অতিরিক্ত মাত্রার গ্যাস কীভাবে জীবকুলের ক্ষতি করে?

i. তাপমাত্রা বৃদ্ধি করে

ii. ওজোন স্তর ধ্বংস করে

iii. উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বায়ুমণ্ডলে ‘X’–এর পরিমাণ অতি নগণ্য হলেও ‘X’ শিশির, তুহিন ও তাপ শোষণ করে উষ্ণতা বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বায়ুমণ্ডলে কতিপয় কঠিন ও তরল পদার্থ একত্রে ‘Y’ হিসেবে পরিচিত।

৩২. উদ্দীপকে ‘X’–এর সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোনটির?

ক. লবণকণা খ. ধূলিকণা

গ. জলীয় বাষ্প ঘ. গ্যাসীয় উপাদান

৩৩. উদ্দীপকে ‘Y’ পদার্থটির সংস্পর্শে এসে ‘X’ ঘনীভূত হয়ে সৃষ্টি করে—

i. মেঘ ii. কুয়াশা

iii.হিমপ্রাচীর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. দেহ গঠনের জন্য আমরা যেসব প্রোটিনযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি, তা কী দ্বারা গঠিত?

ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই–অক্সাইড

গ. ওজোন ঘ. অক্সিজেন

৩৫. ‘মেসোপজ’ ভূপৃষ্ঠ থেকে প্রায় কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত?

ক. ৩০ কিমি খ. ৪০ কিমি

গ. ৫০ কিমি ঘ. ৮০ কিমি

আরও পড়ুন

৩৬. বায়ুমণ্ডলে কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি?

ক. নাইট্রোজেন খ. জলীয় বাষ্প

গ. অক্সিজেন ঘ. ওজোন

৩৭. বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি?

ক. ট্রপোমণ্ডল খ. স্ট্রাটোমণ্ডল

গ. মেসোমণ্ডল ঘ. আয়নমণ্ডল

৩৮. বায়ুমণ্ডলের উপাদানগুলো—

i. ওজোন ii. আর্গন

iii. হিলিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠসংলগ্ন স্তর কোনটি?

ক. ট্রপোস্ফিয়ার খ. ওজোনোস্ফিয়ার

গ. স্ট্রাটোস্ফিয়ার ঘ. আয়নোস্ফিয়ার

৪০. পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত?

ক. ১০.৯° সে. খ. ২০.৯° সে.

গ. ১৫° সে. ঘ. ২৫.৯° সে.

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.ক ৩২.গ ৩৩.ক ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ক ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ক ৪০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন