সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - ‘কত কাল ধরে’ - সংক্ষেপে উত্তর দাও(১ - ৫)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৫
১. প্রশ্ন: বাঙালির ইতিহাসে কখন মানুষের দাম বেশি ছিল?
উত্তর: যখন এ দেশে রাজাদের শাসন ছিল না।
২. প্রশ্ন: আগে পুরুষ ও মেয়েরা কী পরত?
উত্তর: পুরুষরা পরত ধুতি, আর মেয়েরা পরত শাড়ি।
৩. প্রশ্ন: হাজার বছর আগে জুতা ব্যবহার করত কারা?
উত্তর: যোদ্ধা ও পাহারাদাররা।
৪. প্রশ্ন: উঁচু করে চুল বাঁধার কৌশলের নাম কী?
উত্তর: ঘোড়াচুল।
৫. প্রশ্ন: সাধারণ পরিবারের মেয়েদের সাজসজ্জা কেমন ছিল?
উত্তর: মেয়েরা হাতে পরত শাঁখা, কানে কচি কলাপাতার মাকড়ি, গলায় ফুলের মালা।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা