শেষ মুহূর্তের প্রস্তুতি (২য় পর্ব)—ভূগোল ১ম পত্র | এইচএসসি ২০২৪

ছয় পর্বের ২য় পর্ব

ভূমিকম্পের ফলে ভূত্বকে ফাটল দেখা দেয়ছবি: ডেভিড গৌডরেউ
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ১৬ জুলাই মঙ্গলবার, ভূগোল ১ম পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ২য় পর্ব। ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।

(২য় পর্ব)

১. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত?

 ক. ৫টি খ. ৭টি

 গ. ৯টি ঘ. ১১টি

২. গিরিজনি আলোড়ন সংঘটিত হয় কীভাবে?

 ক. আনুভূমিকভাবে খ. উল্লম্বভাবে

 গ. আড়াআড়িভাবে ঘ. বিপরীতভাবে

৩. গিরিজনি আলোড়নের সঙ্গে জড়িত মতবাদ—

 i.  প্লেট সঞ্চালন

 ii. পরিচলন স্রোত

 iii. মহীভাবক আলোড়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

৪. মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের গতির কারণ—

 i.  পরিচলন স্রোত 

 ii. ভূমিকম্প

 iii. ঘনত্বের তারতম্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

৫. জাপানে বছরে কয়টি ভূমিকম্প সংঘটিত হয়?

ক. প্রায় ৬০০০টি খ. প্রায় ৬৫০০টি

গ. প্রায় ৭০০০টি ঘ. প্রায় ৭৫০০টি

৬. কত সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয়?

ক. ১৮৯৯ সালের খ. ১৯২০ সালের

গ. ১৯৫০ সালের ঘ. ১৯৫২ সালের

৭. ভূমিকম্পমাপক যন্ত্রের নাম কী?

ক. সিসমোগ্রাফ খ. ব্যারোমিটার

গ. ক্রোনোমিটার ঘ. ল্যাকটোমিটার

৮. ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে নিচের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়?

ক. পদ্মা খ. মেঘনা

গ. তিস্তা ঘ. ব্রহ্মপুত্র

৯. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়—

 i.  মার্সেলি স্কেল   

 ii. রিখটার স্কেল

 iii.ভার্নিয়ার স্কেল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

১০. ভূমিকম্পের ফলে—

 i.  সমুদ্রতলের পরিবর্তন হয়    

 ii. আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়

 iii.ভূপাত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

সঠিক উত্তর : ১.খ ২.ক ৩.ক ৪.ঘ ৫. ঘ ৬.গ ৭.ক  ৮. ঘ ৯.ক ১০. ঘ

১১. প্রশান্ত মহাসাগরের বড় দ্বীপগুলো কিসের ফলে সৃষ্টি হয়েছে?

ক. অগ্ন্যুৎপাতের খ. ভূমিকম্পের

গ. সমুদ্রস্রোতের ঘ. জোয়ার-ভাটার

১২. বিচূর্ণীভবনের কারণে শীতপ্রধান দেশে কী পরিল‌ক্ষিত হয়?

ক. স্তরমোচন খ. খণ্ডীকরণ      

গ. ট্যালাস ঘ. ক্ষুদ্রকণা সরণ

১৩. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?

ক. অক্সিডেশন খ. সলিউশন

গ. কার্বনেশন ঘ. হাইড্রেশন

১৪. তাপমাত্রার তারতম্যে শিলার স্তর পেঁয়াজের খোসার মতো খুলে যাওয়াকে কী বলে?

ক. স্তরমোচন খ. প্রস্তরখণ্ডের বিচ্ছিন্নতা

গ. ক্ষুদ্রকণা সরণ     ঘ. খণ্ডীকরণ

নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

তাঁতীবাজারের বাসিন্দা সামি দেখল, তাঁর ঘরের দেয়ালের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রড নষ্ট হয়ে যাচ্ছে।

১৫. সামির দেখা জানালার রড নষ্ট হওয়ার কারণ—

 i.  যান্ত্রিক বিচূর্ণীভবন 

 ii. রাসায়নিক বিচূর্ণীভবন

 iii. জৈবিক বিচূর্ণীভবন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

১৬. উদ্দীপকে উল্লিখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?

ক. হাইড্রোলাইসিস খ. অক্সিডেশন

গ. ফার্মেন্টেশন ঘ. নাইট্রেশন

১৭. নদীর কোন অবস্থায় উলম্ব বেশি হয়?

ক. বদ্বীপ খ. সমভূমি

গ. পার্বত্য ঘ. মালভূমি

১৮. পাহাড়িয়া অঞ্চলে ভূমি ধসের কারণ—

 i. অতিরিক্ত বৃষ্টিপাত

 ii. বনভূমির অবস্থান

 iii. বসতি স্থাপন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

১৯. দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?

ক. অববাহিকা খ. দোয়াব

গ. জলবিভাজিকা ঘ. উপত্যকা

২০. নদী যেখানে উৎপত্তি হয় তাকে কী বলে?

ক. মোহনা খ. উৎস

গ. গিরিখাত ঘ. গিরিসংকট

সঠিক উত্তর : ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬. খ ১৭.গ ১৮. খ ১৯. খ ২০. খ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মহাসেন ১৬ মে ২০১৩ সালে পটুয়াখালী জেলার খেপুপাড়ায় আঘাত হানার মাধ্যমে উপকূল অতিক্রম করে। এরপর তা ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরিয়ে মেঘনা মোহনা দিয়ে স্থলভাগ অতিক্রম করে।

২১. উদ্দীপকের দুর্যোগটি কী ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগ?

ক. টর্নেডো খ. কালবৈশাখী

গ. ঘূর্ণিঝড় ঘ. টাইফুন

২২. উক্ত মহাসেনের প্রভাব উপকূলীয় অঞ্চলে দেখা যায়—

 i.  প্রাণহানি          

 ii. অবকাঠামো বিনষ্ট

 iii. লবণাক্ত পানির প্রবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

২৩. কার্বনেশন প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক?

ক.  CaSO4+H2O = 2Ca2SO4.2H2O

খ.  CaSO3+H2O =CaHCO3

গ.  CO2+ H2O = H2CO3

ঘ.  H2O = H++ OH+

২৪. নদীর গতিপথের নিম্নগতিতে কী দেখা যায়?

ক. জলপ্রপাত খ. ব-দ্বীপ

গ. র‍্যাপিড ঘ. কাসকেইড

উদ্দীপকের আলোকে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৫. চিত্র দুটি নদীর কোন অবস্থায় দেখা যায়?

ক. পার্বত্য খ. সমভূমি

গ. শেষ ঘ. মধ্য

২৬.  A ও  B নম্বর চিত্রের ভূমিরূপ গঠিত হয় নদীর—

 i. ক্ষয়কার্যের ফলে

 ii. পার্বত্য অবস্থায়

 iii. সঞ্চয়কার্যের ফলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মনু মিয়া তাঁর গ্রামের বাড়িতে এবং কৃষিজমিতে প্রায়ই কিছু ছোট গর্ত দেখতে পান। গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে।

২৭. উদ্দীপকের প্রক্রিয়াটি কী?

ক. নগ্নীভবন খ. বিচূর্ণীভবন

গ. ক্ষয়ীভবন ঘ. অপসারণ

২৮. উদ্দীপকের প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক—

 i. অণুজীব

 ii. কীটপতঙ্গ

 iii. জীবজন্তু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

২৯. বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্দেশক নদী কোনটি?

ক. কর্ণফুলী খ. হালদা

গ. মেঘনা ঘ. নাফ

৩০. ভূমিকম্পের ‘শক্তি পরিমাপক’ স্কেলের নাম কী?

ক. সিসমোগ্রাফ খ. ভার্নিয়ার

গ. সরল ঘ. রিখটার

সঠিক উত্তর : ২১.গ ২২. ঘ ২৩.গ ২৪. খ ২৫.ক ২৬.ক ২৭. খ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ঘ

৩১. ম্যাকডোনাল্ড পৃথিবীতে কয়টি আগ্নেয়গিরির অবস্থানের কথা উল্লেখ করেছেন?

ক. ৫২৬টি  খ. ৫৬০টি

গ. ৫১৬টি  ঘ. ৫২৫টি

৩২.  S-তরঙ্গ  (Secondary Wave) কোন ধরনের বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয় না?

ক. কঠিন   খ. গ্যাসীয়

গ. অর্ধতরল           ঘ. তরল

৩৩. কত সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথের পরিবর্তন হয়?

ক. ১৯৮৭ সালে      খ. ১৭৮৭ সালে

গ. ১৮৮৭ সালে      ঘ. ১৬৮৭ সালে

৩৪. পৃথিবীর ওপর কয়টি বল কার্যরত রয়েছে?

ক. ২টি  খ. ৫টি

গ. ৭টি   ঘ. ৯টি

৩৫. বিস্তৃত অঞ্চলজুড়ে শিলার ঢেউয়ের মতো ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়?

ক. ভঙ্গিল  খ. চ্যুতিস্তূপ

গ. আগ্নেয়  ঘ. ল্যাকোলিথ

৩৬. প্লেট টেকটনিক তত্ত্ব কে প্রদান করেন?

ক. রিচার্ড হার্টশোন খ. লি পিনচন

গ. ডাডলি স্ট্যাম্প     ঘ. ইরাটোসথেনিস

৩৭. পাত সঞ্চালন তত্ত্বের প্রথম ব্যাখ্যা দানকারী কে?

ক. রিখটার খ. মরিসন

গ. পিচোঁ   ঘ. ওয়েগনার

৩৮. বিচূর্ণীভবন কত প্রকার?

ক. ২ প্রকার            খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার            ঘ. ৫ প্রকার 

উদ্দীপকের আলোকে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৩৯. উদ্দীপকের ‘খ’ অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ সংগঠিত হয়?

ক. স্রোতজ বনভূমি  খ. পলল সমভূমি

গ. ‘ব’ দ্বীপ                        ঘ. প্লাবন সমভূমি

৪০. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে নদীর কোন কার্যটি ক্রিয়াশীল?

i. ক্ষয়কার্য 

ii. বহনকার্য

 iii. সার্বিক কার্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ.i ও iii গ. ii ও iii   ঘ.i, ii ও iii

সঠিক উত্তর : ৩১.গ ৩২. ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.খ ৩৯. ঘ ৪০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা