কাঞ্চনমালা আর কাঁকনমালা
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
পরস্পরের, বিস্বাদ, আষ্টেপৃষ্ঠে, পুঁটলিটি, ফুরসত, টনটন
ক. তার হাতের রান্না এমন ____ যে মুখেই তোলা যায় না।
খ. বৃদ্ধ লোকটি তার ____ সযত্নে একপাশে রেখে দিল।
গ. লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ____ নেই।
ঘ. তার সমস্ত শরীর ব্যথায় ____ করছে।
ঙ. তারা দুজন ____ বন্ধু।
চ. গ্রামের মায়া ছেলেটিকে ____ বেঁধে রেখেছে।
আরও পড়ুন
উত্তর:
ক. তার হাতের রান্না এমন বিস্বাদ যে মুখেই তোলা যায় না।
খ. বৃদ্ধ লোকটি তার পুঁটলিটি সযত্নে একপাশে রেখে দিল।
গ. লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুরসত নেই।
ঘ. তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে।
ঙ. তারা দুজন পরস্পরের বন্ধু।
চ. গ্রামের মায়া ছেলেটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আরও পড়ুন