অধ্যায় ২
৩. প্রশ্ন: বাংলার শেষ নবাব কে ছিলেন এবং কত সালে তিনি বাংলার নবাব হন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা। তিনি ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
৪. প্রশ্ন: নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে?
উত্তর: নবাবের বিরুদ্ধে তিনটি পক্ষ ষড়যন্ত্র করে—তাঁর পরিবারের কিছু সদস্য, বিশেষ করে খালা ঘসেটি বেগম, এদেশীয় বণিক রায়দুর্লভ, জগৎশেঠ। এ ছাড়া ষড়যন্ত্রে ছিলেন সেনাবাহিনীর প্রধান মীর জাফর এবং ইংরেজ বণিকগণ।
৫. প্রশ্ন: নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
উত্তর: এ দেশের বণিকেরা ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সেনাবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা