এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১১. একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
i. সমাজকে জটিলতর অবস্থায় উন্নীত করতে
ii. সমাজ হতে নানা অবাঞ্ছিত সমস্যা দূর করতে
iii. কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. পেশাদার সেবাকর্মের সমষ্টি হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. সমাজকর্ম খ. আইন
গ. সাংবাদিকতা ঘ. চিকিৎসা
১৩. সমাজকর্মের সার্বিক কার্যক্রম কী রূপ?
ক. অপ্রাতিষ্ঠানিক খ. প্রাতিষ্ঠানিক
গ. তথ্যবহুল ঘ. গ্রহণযোগ্য
১৪. Social Welfare in Today’s World গ্রন্থের লেখক কে?
ক. Ronald Clerk
খ. Ronald Fedrico
গ. C. Fredrikn
ঘ. R W Bin Ronald
১৫. ব্যক্তি ও তার সমস্যাকে এককভাবে বিচার না করে সামগ্রিকভাবে বিচার করা কোনটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?
ক. সমাজকর্মের খ. সমাজবিজ্ঞানের
গ. পেশার ঘ. আইনের
১৬. কলাবিজ্ঞান ও পেশা হিসেবে কোনটিকে বর্ণনা করা যায়?
ক. সমাজকর্ম
খ. অর্থনীতি
গ. পৌরনীতি ও সুশাসন
ঘ. সমাজবিজ্ঞান
১৭. সমাজকর্মের পরিধি কীরূপ?
ক. ক্ষুদ্র খ. সীমিত
গ. নাতিদীর্ঘ ঘ. ব্যাপক ও বিস্তৃত
১৮. সমাজকর্ম সমাজকল্যাণ ব্যবস্থার কোন ধরনের প্রক্রিয়া?
ক. সংগঠিত প্রক্রিয়া
খ. অসংগঠিত প্রক্রিয়া
গ. মৌল প্রক্রিয়া
ঘ. বৈজ্ঞানিক প্রক্রিয়া
১৯. সমাজের সমস্যাগুলো কীরূপ?
ক. একক রূপ
খ. ভিন্ন রূপ
গ. নানা রূপ
ঘ. পারস্পরিক নির্ভরশীল
২০. সমাজর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য করে?
ক. অর্থের মাধ্যমে
খ. বিভিন্ন পদ্ধতির মাধ্যমে
গ. বিভিন্ন পরামর্শের মাধ্যমে
ঘ. শিক্ষার মাধ্যমে
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ঘ
কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা