মানুষের শ্বসন - জীববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ৫ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

[এর আগের প্রকাশিত লেখা]

২৯. প্রশ্বাস ক্রিয়ায়—

i. ইন্টারকোস্টাল বেশি সংকুচিত

ii. ডায়াফ্রাম প্রসারিত

iii. ফুসফুসে বায়ুচাপ কমে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড বিনিময় হয়?

ক. ট্রাকিওল খ. ট্রাকিয়া

গ. ব্রঙ্কাস ঘ. অ্যালভিওলাস

৩১. O2–এর ঘনত্ব কত হলে শ্বসনের হার দ্বিগুণ হয়?

ক. ১৫%-৫% খ. ১৭%-৫%

গ. ২০%-৫% ঘ. ২২%-৫%

৩২. মানবদেহে ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের পার্শ্বচাপ কত মিলিমিটার পারদ চাপের সমান?

ক. ৯০ মিমি খ. ১০০ মিমি

গ. ১১০ মিমি ঘ. ১২০ মিমি

৩৩. মানুষের নিশ্বাস বায়ুতে কার্বন ডাই–অক্সাইডের শতকরা পরিমাণ কত?

ক. ০.০৪% খ. ৪.০%

গ. ১৬.৪%% ঘ. ৭৯.০%

৩৪. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ২ অণু গ্লুকোজ ভেঙে কত অণু পাইরুভিক অ্যাসিড উত্পন্ন হয়?

ক. ২ অণু খ. ৩ অণু

গ. ৪ অণু ঘ. ৫ অণু

৩৫. আমাদের দেহে কোষীয় শ্বসনের ফলে কী উত্পন্ন হয়?

ক. O2 খ. CO2

গ. H2O ঘ. NH3

৩৬. কৃত্রিম শ্বাস-প্রশ্বাস পদ্ধতিতে বায়ু প্রবেশের ফলে রোগীর বক্ষ ও ফুসফুস কীরূপ থাকে?

ক. সংকুচিত হয় 

খ. প্রসারিত হয়

গ. একই রকম থাকে 

ঘ. অনেক সংকুচিত হয়

৩৭. মানবদেহে CO2 পরিবহনের সময় পার্শ্বচাপের ফলে এটি রক্তের কোথায় দ্রবীভূত হয়?

ক. লোহিত রক্তকণিকায় 

খ. শ্বেত রক্তকণিকায়

গ. অণুচক্রিকায় ঘ. রক্তরসে

৩৮. রক্তে CO2–এর পরিমাণ বেড়ে গেলে—

i. কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়

ii. প্রশ্বাসের হার কমে যায়

iii. দেহের এনজাইম ও প্রোটিন ধ্বংস হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. মানবদেহে অক্সিজেন পরিবহন—

i. একটি জটিল প্রক্রিয়া

ii. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্রের যৌথ ক্রিয়ার ওপর নির্ভরশীল

iii. একটি সরল প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

৪০. অক্সিহিমোগ্লোবিনের সংকেত কোনটি?

ক. Hb4O2 খ. 4HbO2

গ. H4bO ঘ. 4Hb2O2

৪১. লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

ক. ২৭% খ. ৩০%

গ. ৩৩% ঘ. ৩৭%

৪২. মানবদেহের বেশির ভাগ CO2 কোনটির মাধ্যমে বাহিত হয়?

ক. শ্বেত রক্তকণিকা 

খ. অণুচক্রিকা

গ. রক্তরস

ঘ. লোহিত রক্তকণিকা

৪৩. কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল-ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

ক. বিলিরুবিন খ. হেপারিন

গ. ইউরোবিলিন ঘ. হিমোগ্লোবিন

৪৪. কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

ক. হিমোগ্লোবিন খ. মায়োগ্লোবিন

গ. হেপারিন ঘ. বিলিরুবিন

৪৫. মানুষের দুই চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কী?

ক. ম্যাক্সিলারি খ. ফ্রন্টাল

গ. স্ফেনয়েড ঘ. এথময়েড

৪৬. কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়?

ক. ফ্রন্টাল খ. ম্যাক্সিলারি

গ. এথময়ডাল ঘ. স্ফেনয়েডাল

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২৯. খ ৩০. ঘ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. ক ৪০. খ ৪১. গ ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ঘ ৪৬. খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা