বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ১১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - অষ্টম শ্রেণি
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১১
১১. গারোদের আদি ধর্মের নাম কী?
ক. মোমিন খ. মারাক
গ. সাংসারেক ঘ. সালজং
১২. গারোদের প্রধান দেবতার নাম কী ছিল?
ক. মাহারি খ. তাতারা রাবুগা
গ. বিল যারা ঘ. আরেং
১৩. গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক কোনটা?
ক. গান্দো খ. মারাক
গ. আরেং ঘ. দকমান্দা
১৪. গারোদের জনপ্রিয় খাবারের নাম কী?
ক. মিউয়া খ. সালজং
গ. আবেক ঘ. মিন্দি
১৫. গারোদের সামাজিক উত্সবগুলো কী কেন্দ্রিক?
ক. পারিবারিক খ. সামাজিক
গ. বর্ষাকেন্দ্রিক ঘ. কৃষিকেন্দ্রিক
১৬. গারোদের প্রধান উত্সবের নাম কী?
ক. ওয়ানগালা খ. বিজু
গ. বৈসাবি ঘ. পানি উত্সব
১৭. গারোদের ভাষার নাম কী?
ক. বাংলা খ. চাঙবি
গ. শিরা ঘ. আচিক
১৮. কোন ভাষায় নিজস্ব কোন বর্ণমালা নেই?
ক. গারো খ. চাকমা
গ. সাঁওতাল ঘ. মারমা
১৯. সাঁওতালরা কোন নৃগোষ্ঠীভুক্ত লোক?
ক. মঙ্গোলীয় খ. আর্য
গ. অনার্য ঘ. অস্ট্রালয়েড
২০. সাওতাল সমাজ কোন সূত্রীয়?
ক. পিতৃসূত্রীয় খ. মাতৃসূত্রীয়
গ. পারিবারিক ঘ. দাদাসূত্রীয়
সঠিক উত্তর
অধ্যায় ১১: ১১.গ ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা