জনসংখ্যা বৃদ্ধি - অর্থনীতি ২য় পত্র, অধ্যায় ৪ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

[এর আগের প্রকাশিত লেখা]

১১. রবার্ট ম্যালথাস কে?

  ক. অর্থনীতিবিদ খ. গণিতবিদ

  গ. বিজ্ঞানী ঘ. ইতিহাসবিদ

১২. ম্যালথাসীয় জনসংখ্যাতত্ত্বের প্রবর্তক কে?

  ক. অ্যাডাম স্মিথ খ. ডাল্টন

  গ. এল রবিন্স ঘ. রবার্ট ম্যালথাস

১৩. ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কীভাবে?

  ক. জ্যামিতিক হারে খ. গাণিতিক হারে

  গ. এককভাবে ঘ. সমষ্টিগতভাবে

১৪. নিচের কোনটি জ্যামিতিক হার?

  ক. ১, ২, ৩, ৪ খ. ১, ২, ৪, ৮

  গ. ২, ৪, ৬, ৮ ঘ. ১, ৩, ৫, ৭

১৫. ওপরের চিত্রটিকে কী বলা হয়?

  ক. ম্যালথাসীয় চক্র খ. কাম্যতত্ত্ব

  গ. জনসংখ্যাতত্ত্ব ঘ. সব কটি

১৬. ম্যালথাসের চক্র অনুযায়ী খাদ্যোৎপাদন কীভাবে বাড়ে?

  ক. জ্যামিতিক হারে খ. গাণিতিক হারে

  গ. এককভাবে ঘ. শতকরা হারে

১৭. ম্যালথাসের মতে কয়টি উপায়ে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায়?

  ক. ২টি খ. ৩টি

  গ. ৪টি ঘ. ৫টি

১৮. জনসংখ্যার যে স্তরে সর্বাধিক মাথাপিছু আয় পাওয়া যায়, তা-ই ‘কাম্য জনসংখ্যা’— এটি কার মতামত?

  ক. ডাল্টন খ. ম্যালথাস

  গ. এল রবিন্স ঘ. মার্শাল

১৯. ‘Essay on the principles of population’ গ্রন্থটি কার?

ক. মার্শাল

খ. রবার্ট ম্যালথাস

গ. জন ডাল্টন

ঘ. এল রবিন্স

২০. দেশের অভ্যন্তরে জনগণের স্থানান্তরকে কী বলে?

ক. নিট অভিবাসন

খ. অভিবাসন 

গ. অভ্যন্তরীণ অভিগমন 

ঘ. বহির্গমন

২১. কোনটির মাধ্যমে জনসংখ্যার পরিমাপ করা যায়?

  ক. ভোটার খ. পেশা

  গ. আদমশুমারি ঘ. ঘরবাড়ি

২২. আদমশুমারি সাধারণত কত বছর পর হয়?

  ক. ৩ বছর খ. ৫ বছর

  গ. ৮ বছর ঘ. ১০ বছর

২৩. জনসংখ্যা বৃদ্ধি সরাসরি কিসের ওপর প্রভাব পড়ে?

  ক. খাদ্যের খ. ভূমির

  গ. পরিবেশের ঘ. কর্মসংস্থানের

২৪. জনসংখ্যা–সম্পর্কিত প্রচলিত তত্ত্ব কয়টি?

  ক. ২টি খ. ৫টি 

গ. ৭টি ঘ. ৯টি

২৫. কোন তত্ত্বটি অধিক বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত?

ক. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব

খ. কাম্য জনসংখ্যাতত্ত্ব

গ. জাতিসংঘ রিপোর্ট  

ঘ. রবিন্স তত্ত্ব

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা