দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৩
৫১. ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কোন কম্পিউটারে ভালোভাবে পড়া যায়?
ক. ম্যাক খ. আইবুক এ
গ. ফিল্ডস এ ঘ. ই-পাব এ
৫২. ডাউনলোড করা ই-বুক অ্যাপস পড়তে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক. ওয়েবসাইট খ. ল্যান্ডফোন
গ. কম্পিউটার ঘ. টেলিভিশন
৫৩. ই-বুকের অ্যাপস কী আকারে প্রকাশিত হয়?
ক. পিডিএফ আকারে
খ. ওয়েবসাইট আকারে
গ. অ্যাপস আকারে
ঘ. ডাউনলোড আকারে
৫৪. ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কোনটি অবশ্যই প্রয়োজন?
ক. ডেস্কটপ খ. ট্যাবলেট
গ. স্মার্টফোন ঘ. ইন্টারনেট সংযোগ
৫৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
ক. কম্পিউটার খ. স্মার্টফোন
গ. ইন্টারনেট ঘ. টেলিভিশন
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাফি বাজার থেকে বই কিনে পড়াশোনা করে। একদিন রাফি দেখল তার বন্ধু তাসিনও বই পড়ছে তবে সেটি একটি যন্ত্র ব্যবহার করে। রাফির বন্ধু যে বই পড়ছে, সে বইকে বলা হয় ই-বুক।
৫৬. রাফির বন্ধুর ব্যবহৃত যন্ত্রের নাম কী?
ক. টেলিফোন খ. স্ট্রিমিং
গ. রিডার ঘ. ওয়েবসাইট
৫৭. তাসিন যে বইটি পড়ছিল তা—
i. অডিও ফাইল আকারে প্রকাশিত হতে পারে
ii. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হতে পারে
iii. অ্যাপস আকারে প্রকাশিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. ই-লার্নিং কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. মোবাইল খ. অ্যাপস
গ. ইন্টারনেট ঘ. ই-পাব
৫৯. ই-লার্নিং নিচের কোন ক্ষেত্রটির সঙ্গে সম্পর্কিত?
ক. কৃষি খ. স্বাস্থ্য
গ. শিক্ষা ঘ. বাণিজ্য
৬০. ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. ওপেন খ. পিডিএফ
গ. ডাউনলোড ঘ. ফ্রিল্যান্স
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫১.ক ৫২.গ ৫৩.গ ৫৪.ঘ ৫৫.ক ৫৬.গ ৫৭.গ ৫৮.গ ৫৯.গ ৬০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা