ট্রাফিক নিয়মকানুন, জেব্রা ক্রসিং, ইমোজি, পোস্ট কোড কি - ডিজিটাল প্রযুক্তি | সপ্তম শ্রেণি
সপ্তম শ্রেণির পড়াশোনা: শিখন অভিজ্ঞতা ৮
ট্রাফিক নিয়মকানুন
যেসব নির্দিষ্ট নিয়মকানুন মেনে রাস্তায় যানবাহন ও মানুষ চলাচল করে, সেসব নিয়মকানুনকে ট্রাফিক নিয়মকানুন বলে। যেমন রাস্তায় গাড়ি চলাকালীন সময়ে আলোর লাল সংকেত প্রদর্শন করে। সে ক্ষেত্রে গাড়ি থামাতে হয়। হলুদ বাতি জ্বলে উঠলে যাত্রা প্রস্তুতি এবং সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি নিয়ে এগিয়ে যেতে হয়।
জেব্রা ক্রসিং
পথচারীর রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝখানে সাদা–কালো আড়াআড়িভাবে যে দাগ থাকে, তাকে জেব্রা ক্রসিং বলে। মানুষের সমাগম বা ভিড় বেশি, এমন স্থানে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করা হয়।
ইমোজি
ইমোজি হলো একটি ভাবনির্দেশক চিহ্ন বা ছোট ছবি, যা প্রেরকের মনের ভাব বা আবেগ প্রকাশ করে। সাধারণত বেশি কথা বা অনুভূতি ছোট ছবি বা চিহ্ন দ্বারা প্রকাশ করতে ইমোজি ব্যবহার করা হয়। অনেক ধরনের ইমোজি রয়েছে। যেমন মজার ইমোজি, হাসির ইমোজি, দুঃখের ইমোজি ইত্যাদি।
পোস্ট কোড
চিঠিতে প্রয়োজনীয় ডাকঘরের ঠিকানায় পাঠানোর জন্য চিঠির খামের ঠিকানায় নির্দিষ্ট কিছু অক্ষর বা অঙ্কের ক্রম ব্যবহার করা হয়, তাদের পোস্ট কোড বলা হয়। যেমন ঢাকা-১২০৭, মোহাম্মদপুরের একটি পোস্ট কোড।
আনুষ্ঠানিক যোগাযোগ
শিক্ষক, অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যে যোগাযোগ হয়, সেটিকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হয়।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা