পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ - শূন্যস্থান পূরণ (৬-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

৬. প্রশ্ন: খাবার সংরক্ষণে ব্যবহৃত হয় —--- নামের ক্ষতিকর রাসায়নিক পদার্থ।

উত্তর: খাবার সংরক্ষণে ব্যবহৃত হয় ফরমালিন নামের ক্ষতিকর রাসায়নিক পদার্থ।

৭. প্রশ্ন: ক্ষতিকর রাসায়নিক পদার্থমিশ্রিত খাদ্য গ্রহণের ফলে —--- অকার্যকর হয়ে যেতে পারে।

উত্তর: ক্ষতিকর রাসায়নিক পদার্থমিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক অকার্যকর হয়ে যেতে পারে।

আরও পড়ুন

৮. প্রশ্ন: জলপাই, বরই ইত্যাদি সংরক্ষণ করা যায় —--- দিয়ে।

উত্তর: জলপাই, বরই ইত্যাদি সংরক্ষণ করা যায় তেল দিয়ে।

৯. প্রশ্ন: সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ —--- উপাদান প্রয়োজন।

উত্তর: সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন।

১০. প্রশ্ন: ফল পাকানোর জন্য ক্ষতিকর —--- ব্যবহার করা হয়।

উত্তর: ফল পাকানোর জন্য ক্ষতিকর কার্বাইড ব্যবহার করা হয়।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

আরও পড়ুন