ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৬১. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে নদীর কোন কার্যটি ক্রিয়াশীল?

i. সঞ্চয়কার্য

ii. বহনকার্য

iii. ক্ষয়কার্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬২. বিশ্বের ‘বৃহত্তম বদ্বীপ’ কোথায় অবস্থিত?

ক. বাংলাদেশ খ. ভারত

গ. পাকিস্তান ঘ. মিয়ানমার

৬৩. ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকারী শক্তি হলো—

i. সমুদ্রতরঙ্গ

ii. পানিপ্রবাহ

iii. বায়ুপ্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. ভূ–আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ—

i. স্তূপ পর্বত

ii. ভঙ্গিল পর্বত

iii. প্লাবন সমভূমি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. বাংলাদেশের প্রশস্ততম ‘বিনুনি নদী’ কোনটি?

ক. গঙ্গা-পদ্মা খ. ব্রহ্মপুত্র-যমুনা

গ. সুরমা-মেঘনা ঘ. গড়াই-মধুমতী

নিচের উদ্দীপকের আলোকে ৬৬ ও ৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নদী তার গতিপথে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে থাকে। এসবের মধ্যে কোনোটি ক্ষয় এবং সঞ্চয় উভয় ধরনের ক্রিয়াশীলতায় গঠিত হয়। নদীর প্রবাহ খাতেরও রূপবৈচিত্র্য রয়েছে।

৬৬. নদীর প্রবাহ খাতের সৃষ্ট ভূমিরূপ—

i. দ্বীপচর

ii. অশ্বক্ষুরাকৃতির হ্রদ

iii. তীরসংযুক্ত চর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. নদীর মধ্যপ্রবাহের ভূমিরূপ—

i. প্লাবন ভূমি

ii. পলল শাখা

iii. পশ্চাৎ বিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. চার্লস রিখটার প্রথম ভূমিকম্প পরিমাপ করেন কত সালে?

ক. ১৯৯০ সালে খ. ১৯৩১ সালে

গ. ১৯৩২ সালে ঘ. ১৯৩৫ সালে

৬৯. চ্যুতি সৃষ্টিকালে মধ্যবর্তী ভূভাগ বসে গিয়ে কী সৃষ্টি করে?

ক. স্তূপ পর্বত খ. গ্রস্ত উপত্যকা

গ. মালভূমি ঘ. পার্বত্য উপত্যকা

৭০. উত্তর আমেরিকার কোন নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত?

ক. মিসিসিপি খ. মিসৌরি

গ. কলোরাডো ঘ. পানামা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬১.গ ৬২.ক ৬৩.ঘ ৬৪.ক ৬৫.খ ৬৬.ক ৬৭.খ ৬৮.ঘ ৬৯.খ ৭০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা