এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১. ‘সমাজকর্ম হলো মানবীয় সম্পর্কবিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাভিত্তিক পেশা।’ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. W A Friedlander
খ. Morales and Sheafor
গ. Herbert Bisno
ঘ. R A Skidmore and M G Thackery
২. সমাজকর্মকে ইংরেজিতে কী বলা হয়?
ক. Social science
খ. Social Welfare
গ. Social work
ঘ. Sociology
৩. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকা শক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক শিক্ষা
খ. ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা
ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
৪. সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা বলতে কী বোঝায়?
ক. প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক
খ. পরিচর্যা, প্রতিকার ও অবস্তুগত সহায়তামূলক
গ. পরিবর্তন, প্রতিরোধ ও অবস্তুগত সহায়তামূলক
ঘ. উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শমূলক
৫. কোনটিকে ‘Profession of Practice’ বলা হয়?
ক. অর্থনীতি খ. সমাজকর্ম
গ. আইন ঘ. সমাজবিজ্ঞান
৬. সমাজকর্ম মূলত কী?
ক. একটি বিষয়ের নাম
খ. একটি প্রত্যয়ের নাম
গ. একটি সাহায্যকারী পেশা
ঘ. একটি সমন্বয়ধর্মী পেশা
৭. সমাজকর্ম কীভাবে সেবা প্রদান করে?
ক. অর্থের মাধ্যমে
খ. উৎসাহের মাধ্যমে
গ. সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে
ঘ. শ্রমের মাধ্যমে
৮. সমাজকর্ম অভিধানে সমাজকর্মকে কী ধরনের বিজ্ঞান বলা হয়েছে?
ক. সামাজিক বিজ্ঞান
খ. ব্যবহারিক বিজ্ঞান
গ. মৌলিক বিজ্ঞান
ঘ. সমাজবিজ্ঞান
৯. সমাজকর্মের প্রকৃত রূপ কোনটি?
ক. সমাজকর্ম একটি সামাজিক বিজ্ঞান
খ. সমাজকর্ম একটি উচ্চ মানের কলা
গ. সমাজকর্ম একটি দক্ষতাসম্পন্ন পেশা
ঘ. ওপরের সব কটি
১০. মনীষী রেক্স এ স্কিডমোর, এম জি থ্যাকারি উইলিয়াম কেয়ারলি প্রমুখ সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?
ক. ৮টি খ. ১২টি
গ. ১৬টি ঘ. ৫টি
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ
কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা