পৌরনীতি ও সুশাসন ১ম ও ২য় পত্রে ভালো করতে হলে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। পৌরনীতি ও সুশাসন ১ম এবং ২য় পত্রে রচনামূলক অংশে প্রশ্ন থাকবে ১১টি। উত্তর করতে হবে ৭টির।
আর বহুনির্বাচনি অংশে প্রশ্ন থাকবে ৩০টি। উত্তর করতে হবে ৩০টির। অনেক প্রশ্নের উত্তরে রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, রাষ্ট্রনায়কদের উক্তি, বইয়ের নাম লিখতে হবে। তাদের নাম অবশ্যই সঠিকভাবে লিখবে। যেমন জন অস্টিন, ই এম হোয়াইট, অধ্যাপক ডাইসি। বিখ্যাত ব্যক্তিদের নামের বানান যেন ভুল না হয়। প্রশ্নের উত্তর লেখার সময় উক্তি ব্যবহার করে থাকো তোমরা।
উক্তি সব সময় সঠিক হতে হবে। একজনের উক্তি অন্যজনের নামে লিখে দেবে না। েযমন জন অস্টিন বলেছেন, ‘সার্বভৌম শাসকের আদেশই আইন।’
গ্রন্থের নাম অবশ্যই সঠিক বানানে লিখতে হবে।
পৌরনীতি ও সুশাসন ১ম পত্রে আইন, সুশাসন, নাগরিক অধিকার, মানবাধিকার, তথ্য আইন অধিকার, নেতার গুণাবলি, গণতন্ত্র, সরকার কাঠামো, বিচার বিভাগ, সংসদীয় সরকারব্যবস্থা, জাতীয়তাবাদ বিষয় খুব ভালো করে পড়বে।
২য় পত্র খুব ভালো করে রিভিশন দেবে। এ পত্রে সাল, চুক্তি ও প্রস্তাব, আইনসহ অনেক কিছু রয়েছে। তা খুব সতর্কতার সঙ্গে পড়বে।
এ পত্রে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো পাকিস্তান থেকে বাংলাদেশ। এ অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়বে। মনে রেখো, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৭০ সালের নির্বাচন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ বিষয় অনেক গুরুত্বপূর্ণ।
রিভিশন দেওয়ার সময় কঠিন নামের বানান, বিভিন্ন সাল, গুরুত্বপূর্ণ তথ্য খাতায় নোট করে রাখবে।