অধ্যায় ২
২১. জীবনবিমা প্রদানের সঠিক জাবেদা কোনটি?
ক. জীবনবিমা হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট
খ. উত্তোলন হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট
গ. ব্যাংক হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব ডেবিট ও মূলধন হিসাব ক্রেডিট
২২. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. স্মারকলিপি খ. পরিমেল নিয়মাবলি
গ. ভাউচার ঘ. বিবরণপত্র
২৩. যে হিসাব বইয়ে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাকে কী বলে?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. নগদান বই
২৪. যে বইতে সমজাতীয় লেনদেনগুলো পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়, তাকে কী বলে?
ক. খতিয়ান খ. জাবেদা
গ. রেওয়ামিল ঘ. উদ্বৃত্তপত্র
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব সাকিব একজন ব্যবসায়ী। তিনি জনাব মিজানের কাছে ৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করে নগদ ৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকার একটি
চেক পেলেন। পরবর্তী সময় তিনি জনাব মিজানকে ৫০০ টাকা বাট্টা প্রদান করে অবশিষ্ট অর্থ নগদে গ্রহণ করেন।
২৫. ধারে বিক্রয়ের পরিমাণ কত?
ক. ৩৪,৫০০ টাকা খ. ৩৫,০০০ টাকা
গ. ৪৪,৫০০ টাকা ঘ. ৪৫,০০০ টাকা
২৬. জনাব মিজানকে প্রদত্ত বাট্টা কোন ধরনের বাট্টা?
ক. কারবারি বাট্টা খ. হারানো বাট্টা
গ. পরিমাণ বাট্টা ঘ. নগদ বাট্টা
২৭. কোন সম্পর্কটি সঠিক?
ক. ক্রয় বাট্টা ও প্রাপ্য হিসাব
খ. ক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
গ. বিক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
ঘ. ক্রয় বাট্টা ও বিক্রয় বাট্টা
২৮. জাবেদার ছকে কলামের সংখ্যা কতটি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
২৯. হিসাব প্রক্রিয়ায় খতিয়ানে কোন কাজটি হবে?
ক. সংক্ষিপ্তকরণ
খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. লিপিবদ্ধকরণ
ঘ. আর্থিক ফলাফল নির্ণয়
৩০. কোনো হিসাবকাল শেষে প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক. আয় খ. সম্পদ
গ. দায় ঘ. মালিকানাস্বত্ব
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.খ ২২.গ ২৩.ক ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.খ ৩০.গ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা