[পূর্ববর্তী লেখার পর]
একাত্তরের দিনগুলি
১. একাত্তরের দিনগুলি রচনায় ‘অত্যাচারী সৈন্য’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. রাজাকারদের
খ. মুক্তিবাহিনীকে
গ. পাকিস্তানি সেনাবাহিনীকে
ঘ. গেরিলা বাহিনীকে
২. ‘মুক্তিফৌজ’ কাদের বলা হয়?
ক. সামরিক বাহিনীকে খ. মুক্তি বাহিনীকে
গ. হানাদার বাহিনীকে ঘ. সেনাবাহিনীকে
৩. জামীর ছড়া কাটার কারণ কোনটি ছিল?
ক. স্কুল বন্ধ থাকা
খ. নতুন ছড়ার সন্ধান পাওয়া
গ. মায়ের সঙ্গে সময় কাটানো
ঘ. আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা
৪. ‘জামী ছড়া কাটছিল।’ কোন ছড়াটি?
ক. রোদ হয় বৃষ্টি হয়, খ্যাঁকশিয়ালের বিয়ে হয়
খ. জল পড়ে পাতা নড়ে
গ. নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেঁধেছে
ঘ. আমপাতা জোড়া জোড়া ,মারব চাবুক, চড়ব ঘোড়া
৫. ‘যা হবার তা প্রথম দুদিনেই হয়ে গেছে।’ কী হয়ে গিয়েছিল?
ক. হলের ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছিল
খ. হলের ছাত্ররা সবাই প্রাণভয়ে পালিয়ে গিয়েছিল
গ. হলের ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলেছিল
ঘ. পাকিস্তানিরা হলের ছাত্রদের বের করে দিয়েছিল
৬. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় ‘হাত বাঁধা, গুলিতে মরা লাশ’— কোথায় দেখা গিয়েছিল?
ক. ডাস্টবিনে খ. রাস্তায়
গ. নদীতে ঘ. নর্দমায়
৭. ‘সারা দেশ থেকে “পিস” উধাও’— কেন?
ক. পাকিস্তানি হানাদারদের বর্বরতায়
খ. অর্থনৈতিক সংকটে
গ. রাজনৈতিক অস্থিরতায়
ঘ. প্রাকৃতিক দুর্যোগে
সঠিক উত্তর
একাত্তরের দিনগুলি: ১.গ ২.খ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]