এইচএসসি ২০২৩ - অর্থনীতি ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২১. বাজারে দাম নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি প্রাথমিক শর্ত?

ক. MR = MC খ. MR > MC

গ. MR < MC ঘ. MR ≠ MC

২২. বাজারে দাম নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি পর্যাপ্ত শর্ত?

ক. MR = MC হবে

খ. MR ≠ MC হবে

গ. MC রেখা MR রেখার নিচ দিয়ে ছেদ করে উঠবে

ঘ. MC রেখা MR রেখার ওপর দিয়ে ছেদ করে নামবে

নিচের চিত্রটি লক্ষ করে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৩. চিত্রানুযায়ী ফার্মের মোট আয় কত?

ক. OPO খ. OQO

গ. POFQO ঘ. OPOFQO

২৪. প্রদত্ত চিত্রে কোন বিন্দুতে ভারসাম্যের শর্ত পালিত হয়?

ক. E বিন্দুতে খ. F বিন্দুতে

গ. PO বিন্দুতে ঘ. QO বিন্দুতে

২৫. দীর্ঘকালে কেবল স্বাভাবিক মুনাফাই অর্জন সম্ভব, কোন বাজারে?

ক. পূর্ণ প্রতিযোগিতা বাজারে

খ. অপূর্ণ-প্রতিযোগিতা বাজারে

গ. অবাধ প্রতিযোগিতা বাজারে

ঘ. আঞ্চলিক বাজারে

আরও পড়ুন

২৬. ‘উত্পাদন কম, দাম বেশি’—কোন ধরনের প্রতিযোগিতায়?

ক. পূর্ণ প্রতিযোগিতায়

খ. অপূর্ণ-প্রতিযোগিতায়

গ. অবাধ প্রতিযোগিতায়

ঘ. আঞ্চলিক প্রতিযোগিতায়

২৭. অপূর্ণ-প্রতিযোগিতা বাজারের উদাহরণ —

i. মনোপলি

ii. ডুয়োপলি

iii. দ্বিপাক্ষিক একচেটিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. স্থায়িত্বকাল খুবই স্বল্প এ ধরনের বাজারকে কী বলা হয়?

ক. অতি স্বল্পকালীন বাজার

খ. স্বল্পকালীন বাজার

গ. দীর্ঘকালীন বাজার

ঘ. অতি দীর্ঘকালীন বাজার

২৯. বিশ্বব্যাপী বিস্তৃত বাজারকে কী বাজার বলা হয়?

ক. স্থানীয় বাজার

খ. জাতীয় বাজার

গ. আন্তর্জাতিক বাজার

ঘ. আঞ্চলিক বাজার

৩০. ‘Bilateral Monopoly’ বলতে কী বোঝ?

ক. এক ক্রেতা এবং বহু বিক্রেতার বাজার

খ. বহু ক্রেতা এবং বহু বিক্রেতার বাজার

গ. এক ক্রেতা এবং এক বিক্রেতার বাজার

ঘ. দুই ক্রেতা এবং দুই বিক্রেতার বাজার

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ক ২২.গ ২৩.ঘ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা