বিষয়: বাংলা - পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-৭

প্রতীকী 'মাসি-পিসি' ও ‘আঠারো বছর বয়স’অলংকরণ: আরাফাত করিম, কোলাজ: পড়াশোনা গ্রাফিক্স

[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, গত পর্বের (পর্ব-১, পর্ব-২,পর্ব-৩,পর্ব-৪, পর্ব-৫পর্ব-৬) ধারবাহিকতায় আমরা আজকে বাংলা বই থেকে দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব]

বাংলা সাহিত্যপাঠের অন্তর্ভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) রচিত গল্প ‘মাসি-পিসি’ এবং সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) রচিত ‘আঠারো বছর বয়স’ কবিতা থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।
১. ‘ফিকির’ শব্দের অর্থ কী?
A. ফকির

B. চালবাজি

C. কৌশল

D. খারাপ উদ্দেশ্য

২. ‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।’ উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
A. সংগ্রামের প্রস্তুতি

B. দায়িত্বশীলতা

C. বুদ্ধিদীপ্ততা

D. সচেতনতা

৩. নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
A. গণদেবতা

B. আরণ্যক

C. জননী

D. দেনা-পাওনা

৪. ‘সালতি’ শব্দের অর্থ হলো—
A. সরু শলাকা

B. সরু কাপড়ের দড়ি

C. বনের সরু রাস্তা

D. সরু নৌকা

৫. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A. কল্লোল

B. পূর্বাশা

C. কালি-কলম

D. প্রগতি

৬. আহ্লাদির পিসে স্বভাবে কার মতো ছিল?
A. জগুর

B. কৈলাশের

C. গোকুলের

D. কানাইয়ের

৭. কাদের নজর থেকে আহ্লাদিকে সামলে রাখতে হবে মাসি-পিসির?
A. শ্বশুরবাড়ির

B. কৈলাশ, জগুর

C. বড় বাবু দারোগার

D. গাঁয়ের বজ্জাতদের

৮. সালতি থেকে খড় তুলে দিচ্ছে কত জন?
A. ১ জন

B. ২ জন

C. ৩ জন

D. ৪ জন

৯. প্রৌঢ় বিধবা মানে—
A. প্রবীণ স্বামীহীন নারী

B. স্বামীহীন তেজস্বী নারী

C. চল্লিশোর্ধ্ব স্বামীহীন নারী

D. অল্পবয়সী স্বামীহীন নারী

১০. ‘মাসি-পিসি’ গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?
A. শহরের বাজারে

B. গ্রামের হাটে

C. পুলের কাছে

D. কাছাড়িবাড়ির পথে

১১. বুড়ো রহমানের মেয়েটা কেন শ্বশুরবাড়িতে যেতে চায়নি?
A. অল্পবয়স্ক অবুঝ বলে
B. শ্বশুরবাড়িতে গেলে বাপের কথা মনে পড়ত বলে
C. শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে
D. আহ্লাদির মতো পরিণতি হবে বলে
১২. “দুর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে।” এর মানে -
A. কুড়িয়ে কুড়িয়ে খাওয়া
B. চূড়ান্ত অবহেলিত ভাবে দিনযাপন করা
C. গালাগাল আর কুড়িয়ে খেয়ে দিনযাপন করা
D. দুঃখে কষ্টে দিনযাপন করা
১৩. বিপদের মুখে আঠারো বছর বয়সের প্রকৃতি কেমন?
A. দুরন্ত

B. অগ্রণী

C. দুর্বিনীত

D. বিদ্রোহী
১৪. ‘এ বয়সে প্রাণ’ পঙ্‌ক্তির শূন্যস্থানে বসবে
A. তীব্র ও খরতর

B. প্রখর ও ভয়ঙ্কর

C. তীব্র আর প্রখর

D. তীক্ষ্ম আর প্রখর
১৫. সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম—
A. ঘুম নেই

B. আকাল

C. শপথের কোলাহলে

D. লক্ষ দীর্ঘশ্বাস
১৬. ‘আঠারো বছর বয়স’ কী জানে না?
A. হাসা

B. কাঁদা

C. বেদনা

D. নাচা
১৭. আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?
A. স্পর্ধা

B. দুঃসাহস

C. সংশয়

D. যন্ত্রণা
১৮. আঠারো বছর বয়স বেঁচে থাকে কিসে?
A. বেদনায়

B. দুর্যোগে আর ঝড়ে

C. অসহ্য যন্ত্রণায়

D. আঘাতে
১৯. কবি সুকান্ত ভট্টচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন?
A. গোপালগঞ্জ

B. সিলেট

C. রংপুর

D. রাজশাহী
২০. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
A. স্বরবৃত্ত

B. মাত্রাবৃত্ত

C. পয়ার

D.অমিত্রাক্ষর

আগামী পর্বে থাকবে – বায়ান্নর দিনগুলো ও ফেব্রুয়ারি ১৯৬৯

উত্তরমালা
১। C. কৌশল ২। D. সচেতনতা ৩। C. জননী ৪। D. সরু নৌকা ৫। B. পূর্বাশা ৬। A. জগুর ৭। D. গাঁয়ের বজ্জাতদের ৮। B. ২ জন ৯। C. চল্লিশোর্ধ্ব স্বামীহীন নারী ১০। C. পুলের কাছে ১১। C. শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে ১২। B. চূড়ান্ত অবহেলিত ভাবে দিনযাপন করা ১৩। B. অগ্রণী ১৪। C. তীব্র আর প্রখর ১৫। B. আকাল ১৬। B. কাঁদা  ১৭। B. দুঃসাহস ১৮ । B. দুর্যোগে আর ঝড়ে ১৯। A. গোপালগঞ্জ ২০। B. মাত্রাবৃত্ত

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা