[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ২
৪৪. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিলোমিটার?
ক. ২১৮৫ কিমি খ. ২৮৮৫ কিমি
গ. ৩৪৮৬ কিমি ঘ. ৬৪০০ কিমি
৪৫. সাইবেরিয়া কোন ধরনের সমভূমি?
ক. হিমবাহ খ. উপকূলীয়
গ. ক্ষয়জাত ঘ. সঞ্চয়জাত
৪৬. ভূ-ত্বক কী ধরনের শিলা দ্বারা গঠিত?
ক. কঠিন ও নরম
খ. অপেক্ষাকৃত ভারী
গ. অপেক্ষাকৃত হালকা
ঘ. অত্যন্ত কঠিন
৪৭. ভিসুভিয়াস কোন শ্রেণির পর্বত?
ক. ভঙ্গিল খ. চ্যুতি
গ. আগ্নেয় ঘ. স্তূপ
৪৮. কোন পর্বত গম্বুজাকৃতির হয়?
ক. ভঙ্গিল খ. চ্যুতি-স্তূপ
গ. আগ্নেয় ঘ. ল্যাকোলিথ
৪৯. কেন্দ্রমণ্ডলে কোন কোন মৌল পাওয়া যায়?
ক. Mg ও Fe খ. Si ও Al
গ. Si ও Mg ঘ. Ni ও Fe
৫০. সাঙ্গু নদ বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমি খ. বরেন্দ্রভূমি
গ. প্লাবন ভূমি ঘ. পাহাড়ি ভূমি
৫১. গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূ-অভ্যন্তরের কোন দুটি স্তরকে পৃথক করেছে?
ক. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
খ. গুরুমণ্ডল ও অশ্মমণ্ডল
গ. কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল
ঘ. ভূপৃষ্ঠ ও গুরুমণ্ডল
৫২. বাংলাদেশে গড়াই, মধুমতী নদীর পশ্চিমাংশকে কী ধরনের বদ্বীপ বলা হয়?
ক. সক্রিয় খ. মৃতপ্রায়
গ. স্রোতজ ঘ. গাঙ্গেয়
৫৩. বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের সমভূমিকে কোন সমভূমি বলে?
ক. পাদদেশীয় পলল
খ. ত্রিপুরা
গ. বদ্বীপ
ঘ. উপকূলীয়
৫৪. ভূ–অভ্যন্তরের স্তর হলো—
i. কেন্দ্রমণ্ডল
ii. অশ্মমণ্ডল
iii. গুরুমণ্ডল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
ক. নলোয়ার খ. হাকালুকি
গ. হাইল ঘ. টাঙ্গুয়ার
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪৪.ঘ ৪৫.ক ৪৬.ক ৪৭.গ ৪৮.ঘ ৪৯.ঘ ৫০.ঘ ৫১.ক ৫২.খ ৫৩.গ ৫৪.ঘ ৫৫.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]