অধ্যায় ১
৩৫. ‘Species Plantarum’ বইটি কে রচনা করেন?
ক. মারগুলিস খ. ক্যারোলাস লিনিয়াস
গ. চার্লস ডারউইন ঘ. জন রে
৩৬. বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?
ক. ইংরেজি খ. ইটালিক অক্ষরে
গ. লাতিন অক্ষরে ঘ. বাংলায়
৩৭. ‘Nymphaea nouchali’ কিসের বৈজ্ঞানিক নাম?
ক. পাট খ. ধান
গ. শাপলা ফুল ঘ. আম
৩৮. ‘Tenualosa ilisha’ কিসের বৈজ্ঞানিক নাম?
ক. ইলিশ খ. জবা
গ. আম ঘ. ধান
৩৯. আর এইচ হুইটেকারের শ্রেণিবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন কে?
ক. ক্যারোলাস লিনিয়াস
খ. মারগুলিস
গ. নিউটন
ঘ. চার্লস ডারউইন
৪০. ক্যারোলাস লিনিয়াস Species Plantarum বইটি কত সালে রচনা করেন?
ক. ১৭৫৩ সালে খ. ১৭৫৮ সালে
গ. ১৮৬৩ সালে ঘ. ১৮৫৩ সালে
৪১. ‘Hibiscus rosa-sinensis’ কিসের বৈজ্ঞানিক নাম?
ক. পাট খ. ধান
গ. জবা ঘ. আম
৪২. নিচের কোনটির দেহে নিউক্লিয়াস সুগঠিত?
ক. মনেরা খ. প্রোটিস্টা
গ. ফানজাই ঘ. প্লানটি
৪৩. কোন রাজ্যের যৌন জনন অ্যানাইসোগ্যামাস?
ক. মনেরা খ. ফানজাই
গ. প্রোটিস্টা ঘ. প্লানটি
৪৪. ‘অ্যামিবা’ কোন রাজ্য ভুক্ত?
ক. মনেরা খ. ফানজাই
গ. প্রোটিস্টা ঘ. প্লানটি
৪৫. ‘মাশরুম’ কোন রাজ্য ভুক্ত?
ক. মনেরা খ. ফানজাই
গ. প্রোটিস্টা ঘ. প্লানটি
৪৬. জীববিজ্ঞানের জনক কে?
ক. জোহান ম্যান্ডেলা
খ. লর্ড কেলভিন
গ. ক্যারোলাস লিনিয়াস
ঘ. অ্যারিস্টটল
৪৭. জীবের প্রথম পূর্ণ শ্রেণিবিন্যাস কে করেন?
ক. টমাস কেভলিয়ার
খ. লর্ড কেলভিন
গ. ক্যারোলাস লিনিয়াস
ঘ. আইজ্যাক নিউটন
৪৮. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
ক. এন্টোমোলজি
খ. ট্যাক্সোনমি
গ. মাইক্রোবায়োলজি
ঘ. এন্ডোক্রাইনোলজি
৪৯. জীবের প্রথম নামকরণ কে করেন?
ক. ম্যান্ডেলা
খ. কেলভিন
গ. ক্যারোলাস লিনিয়াস
ঘ. অ্যারিস্টটল
৫০. কোন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে?
ক. ক্রোমাটিন খ. কাইটিন
গ. ক্রোমোজোম ঘ. ফানজাই
৫১. ফানজাইয়ে নিচের কোনটি নেই?
ক. ক্লোরোপ্লাস্ট
খ. কাইটিন
গ. মনেরা
ঘ. ক্রোমোজোম
৫২. নিচের কোনটির দেহে উন্নত টিস্যুতন্ত্র রয়েছে?
ক. মনেরা খ. প্রোটিস্টা
গ. ফানজাই ঘ. প্লানটি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৫. খ ৩৬. খ ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. ক ৪১. গ ৪২. গ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. খ ৪৬. ঘ ৪৭. গ ৪৮. ক ৪৯. গ ৫০. ক ৫১. ক ৫২. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা