এসএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
২১. হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলে?
ক. সমতা খ. জের টানা
গ. সমীকরণ ঘ. সমতাপ্রাপ্ত
২২. কোনটি দায় হিসাব?
ক. বিজ্ঞাপন খ. মজুরি
গ. বেতন ঘ. পাওনাদার
২৩. হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে কী বলে?
ক. উদ্বৃত্ত খ. দায়
গ. ব্যয় ঘ. আয়
২৪. হিসাবের কোন দিককে ডেবিট বলে?
ক. হিসাবের বাম দিক
খ. হিসাবের ডান দিক
গ. দেনাদার
ঘ. খরচ
২৫. ডেবিটের আভিধানিক অর্থ কী?
ক. দেনা আছে খ. অপরিশোধযোগ্য
গ. পাওনা আছে ঘ. পরিশোধযোগ্য
২৬. প্রতিটি লেনদেন নিচের কোনটিকে প্রভাবিত করে?
ক. হিসাব খাতকে খ. ব্যক্তিকে
গ. প্রতিষ্ঠানকে ঘ. হিসাব সমীকরণকে
২৭. লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে। কারণ—
ক. মোট সম্পদ = মোট দায়
খ. মোট লাভ = মোট ক্ষতি
গ. মোট দায় = মোট ক্ষতি
ঘ. মোট লাভ = মোট ক্ষতি
২৮. ক্রেডিট ব্যালেন্স সাধারণত কী নির্দেশ করে?
ক. সম্পদ ও খরচ খ. আয় ও ব্যয়
গ. আয় ও দায় ঘ. সম্পদ ও দায়
২৯. মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়?
ক. স্থায়ী খ. অস্থায়ী
গ. ডেবিট হয় ঘ. ক্রেডিট হয়
৩০. দায় কখন ডেবিট হয়?
ক. বৃদ্ধি পেলে
খ. হ্রাস পেলে
গ. সম্পদ হ্রাস পেলে
ঘ. ঋণ গ্রহণ করলে
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২১.খ ২২.ঘ ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.গ ২৯.ঘ ৩০.খ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা