সাধারণ জ্ঞান (জাতিসংঘ) | পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-১৯

জাতিসংঘফাইল ছবি
[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮, পর্ব-৯, পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২পর্ব-১৩ , পর্ব-১৪পর্ব-১৫, পর্ব-১৬, পর্ব-১৭পর্ব-১৮) ধারবাহিকতায় আমরা আজকে সাধারণ জ্ঞান (জাতিসংঘ) থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোয় আমরা বাংলা বইয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।

সাধারণ জ্ঞানের জাতিসংঘ বিষয়ে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।

১. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কত দিন?
ক. ১ মাস     খ. ৬ মাস      
গ. ১ বছর     ঘ. ৩ বছর
২. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
ক. জেনেভা     খ. নিউইয়র্ক  
গ. হেগ       ঘ. রোম
৩. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন এশীয় দেশ কয়টি?
ক. ৫টি খ. ৩টি
গ. ২টি         ঘ. ১টি
৪. জাতিসংঘের শেষ আফ্রিকান সদস্যরাষ্ট্র কোনটি?
ক. দক্ষিণ সুদান খ. পূর্ব তিমুর
গ. ট্রুভ্যালু ঘ. উরুগুয়ে
৫. নিচের কোনটি জাতিসংঘের মূল সংস্থার অন্তর্ভুক্ত নয়?
ক. UNESCO খ. UNGA
গ. UNSC ঘ. ECOSOC
৬. আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন?
ক. ৫ জন খ. ৯ জন
গ. ১৫ জন ঘ. ১৮ জন
৭. জাতিসংঘের প্রতিটি দেশ কোন সংস্থার সদস্য?
ক. UNSC খ. ICJ
গ. ECOSOC ঘ. UNGA
৮. UNSC–এর অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর?
ক. ১ বছর খ. ২ বছর  
গ. ৩ বছর ঘ. ৫ বছর
৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব কততম?
ক. ৭ম খ. ৯ম
গ. ৮ম     ঘ. ১০ম
১০. বাংলাদেশ কোন মেয়াদে প্রথম  UNSC-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে?
ক. ১৯৭৪-৭৫   খ. ১৯৮২-৮৩      
গ. ১৯৮৮-৮৯ ঘ. ১৯৭৯-৮০

১১. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৫তম   খ. ১৩৬তম  
গ. ১৩৭তম   ঘ. ১৩৮তম
১২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত?
ক. ১৫     খ. ৫
গ. ১০       ঘ. ১৯৩
১৩. জাতিসংঘের কার্যকরী ভাষা কী কী?
ক. ইংরেজি, ফ্রান্স খ. স্প্যানিশ, ইংরেজি
গ. চীনা, রুশ ঘ. ইংরেজি, আরবি
১৪. বাংলাদেশ কোন আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে প্রথম যোগদান করে?
ক. UNIIMOG খ. UNMAET
গ. UNOMIL ঘ. UNOMOG
১৫. বাংলাদেশ কোন সংস্থার প্রথম সদস্যপদ পায়?
ক. IMF খ. SAARC
গ. UNGA ঘ. কমনওয়েলথ
১৬. বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন ২০১২ অনুষ্ঠিত হয় কোথায়?
ক. রিও ডি জেনিরো খ. জেনেভা
গ. ডারবান ঘ. জোহানেসবার্গ
১৭. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা   খ. নিউইয়র্ক
গ. হেগ ঘ. প্যারিস
১৮. বিশ্বশান্তি উদ্দেশ্যে ‘আটলান্টিক সনদ’ স্বাক্ষরিত হয় কত সালে?
ক. ১৯৪০ সাল খ. ১৯৪১ সাল
গ. ১৯৪২ সাল ঘ. ১৯৪৩ সাল
১৯. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোনটি?
ক. চীন খ. রাশিয়া
গ. ফ্রান্স   ঘ. জার্মানি
২০. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
ক. লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে
খ. নিউইয়র্কের ওয়েস্ট মিনিস্টারে
গ. প্যারিসে
ঘ. রাশিয়ার মস্কোয়
সঠিক উত্তর:
১.গ, ২.গ, ৩.ঘ, ৪.ক, ৫.ক, ৬.গ, ৭.ঘ, ৮.খ, ৯.খ, ১০.ঘ
১১.খ, ১২.ক, ১৩.ক, ১৪.ক, ১৫.ঘ, ১৬.ক, ১৭.খ, ১৮.খ, ১৯.ঘ, ২০.ক

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা