অধ্যায় ২
৭১. রেডিও ওয়েভের ক্ষেত্রে প্রযোজ্য—
i. পৃথিবীর যেকোনো প্রান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়
ii. ইন্টারফেয়ারেন্স বেশি হয়
iii. প্রতিকূল আবহাওয়ায় যোগাযোগ কার্যকর থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. মাইক্রোওয়েভ যোগাযোগব্যবস্থায়—
i. ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা থাকতে পারে না
ii. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সিগন্যাল ট্রান্সমিট করা হয়
iii. টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট দুই ধরনের সিস্টেমে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. কোন প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়?
ক. রেডিও ওয়েভ
খ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
গ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
ঘ. ইনফ্রারেড ওয়েভ
৭৪. কোনটি পাহাড়ি দুর্গম এলাকায় যোগাযোগের সর্বোত্তম মাধ্যম?
ক. অপটিক্যাল ফাইবার
খ. টুয়েস্টেড পেয়ার কেব্ল
গ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
ঘ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
৭৫. VSAT–এর পূর্ণ রূপ কী?
ক. Very Small Aperture Terminal
খ. Verilog Satellite Area Terminal
গ. Very Small Area Terminal
ঘ. Very Stationary Area Terminal
৭৬. পিকোনেট কোন প্রযুক্তির সঙ্গে জড়িত?
ক. ওয়াইফাই
খ. ওয়াইম্যাক্স
গ. মোবাইল নেটওয়ার্ক
ঘ. ব্লুটুথ
৭৭. একটি পিকোনেটের আওতায় সর্ব্বোচ্চ কতটি ডিভাইস থাকতে পারে?
ক. ২টি খ. ৪টি
গ. ৮টি ঘ. ১০টি
৭৮. WiFi ও WiMAX–এর মধ্যে পার্থক্য—
i. কাভারেজ এরিয়ায়
ii. ট্রান্সমিশন মোডে
iii. ট্রান্সমিশন স্পিডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. নিচের কোন ওয়্যারলেস প্রযুক্তি PAN (Personal Area Network)–এর জন্য প্রযোজ্য?
ক. ওয়াইফাই
খ. ওয়াইম্যাক্স
গ. মোবাইল নেটওয়ার্ক
ঘ. ব্লুটুথ
৮০. কত কম্পাঙ্কের তরঙ্গ ব্লুটুথ ব্যবস্থায় ব্যবহৃত হয়?
ক. 1.2 KHz খ. 2.1 MHz
গ. 2.4 GHz ঘ. 5.6 GHz
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭১.খ ৭২.ঘ ৭৩.গ ৭৪.ঘ ৭৫.ক ৭৬.ঘ ৭৭.গ ৭৮.খ ৭৯.ঘ ৮০.গ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা