নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছদ ৮

১. ‘এ’ ধ্বনি বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়?

ক. আদিতে খ. মধ্যে

গ. অন্তে ঘ. আদি ও অন্তে

২. ‘এ’ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়?

ক. সংবৃত ও বিবৃত খ. বিবৃত

গ. সংবৃত ঘ. অর্ধসংবৃত

৩. ‘এ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে?

ক. এখন খ. তেলাপোকা

গ. যেথা ঘ. কেহ

৪. নিচের কোন শব্দে ‘এ’ ধ্বনি উচ্চারণ সংবৃত ও বিবৃত দুটোই হতে পারে?

ক. মেঘ খ. খেলা

গ. পথে ঘ. তেনা

৫. চ–বর্গীয় ধ্বনির আগে ‘ঞ’ থাকলে, এর উচ্চারণের বৈশিষ্ট্য কী রকম থাকে?

ক. হারিয়ে যায় খ. বজায় থাকে

গ. জীবন্ত থাকে ঘ. সহজ হয়

আরও পড়ুন

৬. নিচের কোন শব্দটিতে ‘ঞ’–এর উচ্চারণবৈশিষ্ট্য বজায় থাকে?

ক. খঞ্জ খ. জ্ঞান

গ. বিজ্ঞান ঘ. সংজ্ঞা

৭. নিচের কোন শব্দটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়?

ক. খেমটা খ. ঐক্য

গ. জোর ঘ. চরণ

৮. ‘আহ্বান’–এর প্রকৃত উচ্চারণ কোনটি?

ক. আহ্বান খ. আহ্​বান

গ. আওভান ঘ. আবহান

৯. ‘অ’ বর্ণের উচ্চারণ কত রকম?

ক. এক রকম খ. দুই রকম

গ. তিন রকম ঘ. চার রকম

১০. ‘অ’ ধ্বনির উচ্চারণ ‘অ’ ছাড়া আর কীরূপ হয়?

ক. অ্যা খ. অ্​

গ. ও ঘ. উ

সঠিক উত্তর

পরিচ্ছদ ৮: ১.ক ২.ক ৩.ঘ ৪.খ ৫.খ ৬.ক ৭.ক ৮.গ ৯.খ ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন