অধ্যায় ৪
৬১. কোন ধরনের পরিবারের সংখ্যা সামগ্রিকভাবে কম?
ক. পিতৃবাস পরিবার খ. মাতৃবাস পরিবার
গ. পিতৃপ্রধান পরিবার ঘ. মাতৃপ্রধান পরিবার
৬২. আধুনিক গণতান্ত্রিক সমাজে শিক্ষিত পরিবারগুলোকে কারা সমতাভিত্তিক পরিবার বলে আখ্যায়িত করেছেন?
ক. নৃবিজ্ঞানী খ. রাষ্ট্রবিজ্ঞানী
গ. সমাজবিজ্ঞানী ঘ. মনোবিজ্ঞানী
৬৩. কৃষিভিত্তিক গ্রামীণ সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়?
ক. বহুপত্নীক পরিবার
খ. পিতৃতান্ত্রিক পরিবার
গ. একক পরিবার
ঘ. যৌথ পরিবার
৬৪. বাংলাদেশের পরিবারব্যবস্থায় কোন রীতি বেশি পরিলক্ষিত হয়?
ক. মাতৃপ্রধান পরিবার
খ. মাতৃবাস পরিবার
গ. পিতৃবাস পরিবার
ঘ. নয়াবাস পরিবার
৬৫. যেসব পরিবারে বিবাহিত নবদম্পতি স্ত্রীর মাতৃগৃহে বসবাস করে, তাকে কী বলে?
ক. পিতৃপ্রধান পরিবার
খ. পিতৃবাস পরিবার
গ. মাতৃবাস পরিবার
ঘ. নয়াবাস পরিবার
৬৬. প্রথা অনুযায়ী যেসব পরিবারে বিবাহিত নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে, তাকে কী বলে?
ক. পিতৃবাস পরিবার
খ. মাতৃবাস পরিবার
গ. স্বামীবাস পরিবার
ঘ. নয়াবাস পরিবার
৬৭. বাংলাদেশের কোন উপজাতি সমাজে মাতৃবাস রীতি প্রচলিত আছে?
ক. সাঁওতাল খ. গারো
গ. চাকমা ঘ. মারমা
৬৮. বর্তমানে আমাদের কোন সমাজে অনেকেই নয়াবাস পরিবার রীতি অনুসরণ করে?
ক. গ্রামীণ সমাজে
খ. নগর সমাজে
গ. শিক্ষিত সমাজে
ঘ. শিল্প সমাজে
৬৯. বংশমর্যাদার ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
৭০. স্বামী-স্ত্রী দুজন মিলে অথবা তাঁদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত পরিবারকে কী বলে?
ক. অণু পরিবার খ. বর্ধিত পরিবার
গ. যৌথ পরিবার ঘ. নয়াবাস পরিবার
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬১.ঘ ৬২.গ ৬৩.ঘ ৬৪.গ ৬৫.গ ৬৬.ক ৬৭.খ ৬৮.খ ৬৯.ক ৭০.ক
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা