বিষয়: বাংলা - পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-৪

প্রতীকী ছবিছবি: প্রথম আলো, কোলাজ: পড়াশোনা গ্রাফিক্স

[প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী, গত পর্বের (পর্ব-১, পর্ব-২পর্ব-৩) ধারবাহিকতায় আমরা আজকে বাংলা বই থেকে দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব]

বাংলা সাহিত্যপাঠের অন্তর্ভুক্ত কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ ‘আমার পথ’ ও কবিতা ‘বিদ্রোহী’ থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।


১.‘আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে।’ আলোচ্য বাক্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
A. সত্যনিষ্ঠতা

B. ন্যায়পরায়ণতা

C. অসাম্প্রদায়িক চেতনা

D. নীতিবোধ

২. ‘আমার পথ’ প্রবন্ধে ‘অভিশাপ-রথের সারথি’ বলতে কী বোঝায়?
A. অন্যায়ের প্রতিবাদী

B. রথচালক

C. অভিশপ্ত জীবন

D. সত্যের সন্ধানী

৩. ‘আমার পথ’ কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ থেকে সংকলিত?
A. যুগবাণী

B. দুর্দিনের যাত্রী

C. রুদ্রমঙ্গল

D. রাজবন্দীর জবানবন্দী

৪. ‘অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের—অস্বীকার করে ফেলা হয়।
A. ব্যক্তিত্বকে

B. মনুষ্যত্বকে

C. তারুণ্যকে

D. সত্যকে

৫. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
A. কল্লোল

B. শিখা

C. ধূমকেতু

D. নবযুগ

৬. কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রু হলো—
A. যাদের মধ্যে মিথ্যার বেসাতি

B. যাদের মধ্যে আমিত্ব নেই

C. যারা প্রতারণা করে

D. যারা অন্যকে শুরু বলে মানে

৭. নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন—
A. ভক্তি

B. পরাবলম্বন

C. আত্মাবলম্বন

D. শক্তি

৮. ‘আমার পথ’ নিবন্ধে নজরুল ইসলাম বলেছেন—‘সত্যকে পাওয়া যায়—’ শূন্যস্থানে কী হবে?
A. সুন্দরের মধ্য দিয়ে

B. ভুলের মধ্য দিয়ে

C. মিথ্যার মধ্য দিয়ে

D. আনন্দের মধ্য দিয়ে

৯. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
A.৪০ B.৪১ C.৪২ D.৪৩

১০. ‘আমার পথ’ প্রবন্ধে নজরুল কোনটিকে বিপথ বলে গণ্য করেছেন?
A. পরনির্ভরশীলতা

B. অহংকার

C. সত্যবিরোধিতা

D. প্রত্যক্ষ রাজনীতি

আরও পড়ুন
আরও পড়ুন

১১. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা?
A. ছাড়পত্র

B. ছায়ানট

C. দুঃসময়ের মুখোমুখি

D. সমুদ্রেই যাব

১২. ‘এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’—এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে?
A. প্রেম ও দ্রোহ

B. বিদ্রোহী ও বংশীবাদক

C. বিদ্রোহী ও অত্যাচারিত

D. বিদ্রোহী ও বীর যোদ্ধা

১৩. ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A. বিজলী

B. লাঙল

C. নবযুগ

D. ধূমকেতু

১৪. ‘হল’ শব্দটি ‘বিদ্রোহী’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত?
A. লাঙল

B. কোলাহল

C. কাজের সমাপ্তি

D. কোনোটিই নয়

১৫. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
A. বঞ্চিতের

B. পরশুরামের

C. বিধবার

D. ইস্রাফিলের

১৬. ‘নিদাঘ’ শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে?
A. গ্রীষ্ম B. বর্ষা C. শরৎ D. হেমন্ত

১৭. পরশুরামের নামকরণের কারণ কী?
A. অস্ত্র হিসেবে পরশু ধারণ করা
B. পরশু সঙ্গে নিয়ে চলা
C. আজ্ঞাবাহী হওয়া
D. রামকে জয় করা

১৮. ‘বিদ্রোহী’ কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে?
A. অত্যাচারের অবসান

B. অন্যায়ের শাস্তি বিধান

C. অত্যাচারীর নাম

D. পরাধীনতার অবসান

১৯. কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না?
A. হলাহল

B. তরবারি

C. গদা

D. খড়্গ, কৃপাণ

২০. কোনটি ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র?
A. মহাশঙ্খ

B. টর্পেডো

C. খড়্গ

D. মাইন

আগামী পর্বে থাকবে—বিলাসী, প্রতিদান

সঠিক উত্তর
1| C. অসাম্প্রদায়িক চেতনা 2| A. অন্যায়ের প্রতিবাদী 3| C. রুদ্রমঙ্গল 4| D. সত্যকে 5| C. ধূমকেতু 6| A. যাদের মধ্যে মিথ্যার বেসাতি 7| C. আত্মাবলম্বন 8| B. ভুলের মধ্য দিয়ে 9| D.৪৩ 10| C. সত্যবিরোধিতা 11| B. ছায়ানট 12| A. প্রেম ও দ্রোহ 13| A. বিজলী 14| A. লাঙল 15| C. বিধবার 16| A. গ্রীষ্ম 17| A. অস্ত্র হিসেবে পরশু ধারণ করা 18 | A. অত্যাচারের অবসান 19| D. খড়্গ, কৃপাণ 20| B. টর্পেডো

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন