সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - জেনে নাও তথ্যমূলক লেখা কীভাবে লিখবে
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৫
শিক্ষার্থী, কোনো ব্যক্তির জীবনী, স্কুল বা কোনো প্রতিষ্ঠানের পরিচিতি, বিভিন্ন ধরনের সংখ্যা-নির্ভর বিবরণ ইত্যাদি নিয়ে তথ্যমূলক রচনা তৈরি করা যায়। তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য পাঠককে তথ্য সম্পর্কে অবগত করা। তাই এ ধরনের লেখায় ব্যক্তিগত আবেগ-অনুভূতির কথা প্রকাশ করা ঠিক নয়। যেমন তুমি বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীদের নিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করতে চাও। এ ক্ষেত্রে তোমার মোবাইল আছে কি নেই, মোবাইল ব্যবহার করতে ভালো না মন্দ লাগে, এ রকম কথা লেখার দরকার নেই। বরং বছর অনুযায়ী মোবাইল ব্যবহারকারীর সংখ্যা, কোন ধরনের মোবাইল ব্যবহারকারী কত জন, এসব তথ্য এখানে উল্লেখ করা জরুরি।
এখন তোমরা নিচের বিষয়গুলোর ওপর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তথ্যমূলক লেখা প্রস্তুত করো:
১. স্কুলের আশপাশে কী কী ফলের গাছ আছে? কোন গাছ কতটি করে আছে?
২. স্কুলের আশপাশে কী কী ফুলের গাছ আছে? কখন কোন ধরনের ফুল ফোটে?
৩. তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায়? কোন পাখির রং কেমন?
৪. তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে? তারা কী ধরনের কাজ করেন?
৫. স্কুলের আশপাশে কোন কোন ধরনের দোকান আছে? কোন দোকানে কী কী জিনিস পাওয়া যায়?
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা