পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ - শূন্যস্থান পূরণ (১১-১৯)
পঞ্চম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
১১.প্রশ্ন: সারা ভারতে সিপাহি বিদ্রোহ শুরু হয়—----নেতৃত্বে।
উত্তর: মঙ্গল পান্ডের
১২. প্রশ্ন: ইংরেজ সেনাবাহিনীতে ভারতীয় সিপাহি ছিল—----।
উত্তর: তিন লক্ষ
১৩. প্রশ্ন: ইংরেজ সেনাবাহিনীতে ব্রিটিশ সিপাহি ছিল—----।
উত্তর: ৫০ হাজার
১৪. প্রশ্ন: বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল—----সালে।
উত্তর: ১৮৫৭
১৫. প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়—----সালে।
উত্তর: ১৮৮৫ সালে
১৬. প্রশ্ন: বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত হয়—----সালে।
উত্তর: ১৯০৫
১৭. প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করা হয়—----সালে।
উত্তর: ১৯১১
১৮. প্রশ্ন: ভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়—----সালে।
উত্তর: ১৯০৬
১৯. প্রশ্ন: ইংরেজরা ভারত ত্যাগে বাধ্য হয়—----সালে।
উত্তর: ১৯৪৭।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা