এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | সমাস : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
সমাস
২১. সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে?
ক. রূপক খ. মধ্যপদলোপী
গ. উপমিত ঘ. উপমান
২২. সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় সমাস বলে?
ক. সাধারণ কর্মধারয় খ. রূপক কর্মধারয়
গ. উপমিত কর্মধারয় ঘ. উপমান কর্মধারয়
২৩. ‘মুখচন্দ্র’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. মুখ চন্দ্রের ন্যায় খ. চন্দ্র মুখের ন্যায়
গ. চন্দ্রের ন্যায় মুখ ঘ. মুখের ন্যায় চন্দ্র
২৪. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. চন্দ্রের ন্যায় মুখ খ. চন্দ্ররূপ মুখ
গ. মুখ চন্দ্রের ন্যায় ঘ. মুখ ও চন্দ্র
২৫. ‘মনমাঝি’র সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মন যে মাঝি খ. মন মাঝির ন্যায়
গ. মনরূপ মাঝি ঘ. মন ও মাঝি
২৬. তত্পুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ খ. পরপদ
গ. অন্য পদ ঘ. উভয় পদ
২৭. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?
ক. অব্যয়ীভাব খ. তত্পুরুষ
গ. কর্মধারয় ঘ. দ্বিগু
২৮. ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. চিরকালব্যাপী সুখী খ. চিরকাল ব্যাপী সুখ
গ. চিরদিনের জন্য সুখী ঘ. চিরদিন ধরে সুখী
২৯. ‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. রাজার পথ খ. রাজা নির্মিত পথ
গ. রাজাদের পথ ঘ. পথের রাজা
৩০. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ প্রভৃতি কোন সমাসে আছে?
ক. পঞ্চমী তত্পুরুষ খ. ষষ্ঠী তত্পুরুষ
গ. তৃতীয়া তত্পুরুষ ঘ. অলুক তত্পুরুষ
সঠিক উত্তর
সমাস: ২১.ঘ ২২.ঘ ২৩.ক ২৪.ক ২৫.গ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) । বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) ▶