জাতিসংঘ - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ৯ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের লোগো

অধ্যায় ৯

১. কত সালে ‘লিগ অব নেশনস’ প্রতিষ্ঠিত হয়? 

ক. ১৯১২ সালে খ. ১৯১৪ সালে 

গ. ১৯২০ সালে ঘ. ১৯২৮ সালে

২. কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে 

গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৮৫ সালে 

৩. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত তারিখে? 

ক. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ 

খ. ১৬ মে, ১৯১৩

গ. ১ অক্টোবর, ১৯৪৬ 

ঘ. ২৪ অক্টোবর, ১৯৪৫

৪. প্রতিবছর জাতিসংঘ দিবস পালন করা হয় কবে?

ক. ৭ এপ্রিল খ. ১৭ সেপ্টেম্বর 

গ. ২৪ অক্টোবর ঘ. ১০ ডিসেম্বর 

৫. নিচের কোনটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী সভা? 

ক. নিরাপত্তা পরিষদ 

খ. সাধারণ পরিষদ

গ. অছি পরিষদ   ঘ. আইএমএফ 

৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কতটি? 

ক. ২টি খ. ৫টি 

গ. ৬টি ঘ. ৮টি

৭. জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি? 

ক. ৩টি খ. ৪টি 

গ. ৫টি ঘ. ৬টি 

৮. নিচের কোন দেশের ভেটো প্রদানের ক্ষমতা আছে? 

ক. ইতালি খ. ভারত 

গ. চীন ঘ. জার্মানি 

৯. কততম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 

ক. ১৩৬তম খ. ৩২তম 

গ. ৪১তম ঘ. ৩১তম 

১০. বাংলাদেশের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন? 

ক. ৩২তম খ. ৪১তম 

গ. ৪২তম ঘ. ৪৪তম 

১১. ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে UNDPএর মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা ছিল কতটি? 

ক. ৮টি খ. ১০টি 

গ. ১২টি ঘ. ১৬টি 

১২. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?
ক. নেদারল্যান্ডসের হেগ শহরে 

খ. আমেরিকার ওয়াশিংটন ডিসিতে 

গ. ফ্রান্সের প্যারিস শহরে 

ঘ. জাপানের নাগাসাকিতে 

১৩. জাতিসংঘ শিশু তহবিলের সংক্ষিপ্ত রূপ কোনটি? 

ক. FAO খ. OIC 

গ. UNFP ঘ. UNICEF

১৪. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? 

ক. বেইজিংয়ে খ. ওসাকায় 

গ. মেক্সিকোতে ঘ. মস্কোতে 

১৫. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কবে? 

ক. ৮ মার্চ খ. ৮ এপ্রিল 

গ. ১৬ মে ঘ. ২৬ জুন 

১৬. বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে নিচের কোন দেশটিতে? 

ক. কেনিয়ায় খ. সিয়েরা লিওনে 

গ. লন্ডনে ঘ. সিরিয়ায়

১৭. নিচের কোন দেশটির ভেটো প্রদানের ক্ষমতা নেই? 

ক. চীন খ. জাপান 

গ. রাশিয়া ঘ. ফ্রান্স 

১৮. কোন বছরকে ‘নারী বছর’ ঘোষণা করা হয়? 

ক. ১৯৭২ খ. ১৯৭৩ 

গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫ 

১৯. জাতিসংঘের কত জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন? 

ক. ২ জন খ. ৪ জন 

গ. ৬ জন ঘ. ৭ জন 

২০. বাংলাদেশ কত সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়? 

ক. ১৯৭৭-৭৮ সালে  খ. ১৯৭৯-৮০ সালে 

গ. ১৯৮২-৮৩ সালে  ঘ. ১৯৮৫-৮৬ সালে 

২১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিওমুক্ত হিসেবে ঘোষণা করে কত সালে?

ক. ২০১৪ সালে খ. ২০১৫ সালে 

গ. ২০১৬ সালে ঘ. ২০১৭ সালে

২২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৫ সালে 

গ. ১৯৭৭ সালে ঘ. ১৯৭৯ সালে

২৩. সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে কত সালে বিরোধ নিষ্পত্তি হয়?

ক. ২০১২ সালে খ. ২০১৩ সালে 

গ. ২০১৫ সালে ঘ. ২০১৭ সালে

২৪. বাংলাদেশ বর্তমানে টেকসই উন্নয়নের কতটি লক্ষমাত্রা (SDG) অর্জনে কাজ করছে?

ক. ১৪টি খ. ১৭টি 

গ. ১৮টি ঘ. ২৪টি

২৫. বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে? 

ক. ১৯৮৮ সাল খ. ১৯৮৯ সাল 

গ. ১৯৯২ সাল ঘ. ১৯৯৪ সাল

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. ক ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা