ইংরেজি - নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

নবম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ১

কী করা উচিত

যুক্তিতর্কে নিরপেক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে

মনে রাখা জরুরি, পক্ষপাতিত্ব সব সময় মন্দ নয়। আমার নিজের কাছে যখন মনে হবে আমি পক্ষপাতিত্ব করছি, তখন আমার উচিত হবে আমার মতের বিরুদ্ধে যুক্তিটির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কি না, তা ভেবে দেখা। প্রমাণ যদি থাকে, তাহলে আমাদের ওই প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে।

কোনো একজন ব্যক্তি যখন পেশায় সাংবাদিক বা তথ্য প্রদানকারী, তখন তাঁকে নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করতে হয়। সেখানে তিনি তাঁর আবেগ কিংবা পূর্ব–অভিজ্ঞতাকে ভুলে বস্তুনিষ্ঠ তথ্যই আমাদের দিয়ে থাকেন।

তবে অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর এর মালিকানার প্রভাবের কারণে সংবাদ অনেক সময় পক্ষপাতদুষ্ট হয়ে যায়।

আরও পড়ুন

ঘটনা–৩

মনে করি, একজন সংবাদপত্রের মালিকের চিনির ব্যবসা আছে। একদিন ওই মালিকের চিনিকলের শ্রমিকেরা অনেক দিন বেতন না পেয়ে আন্দোলন শুরু করেছেন। প্রকৃতপক্ষে, সময়মতো বেতন না দেওয়া ওই মালিকেরই অপরাধ। এখন ওই মালিক যদি তাঁর সংবাদপত্রের সব সাংবাদিককে বলে দেন, যেন মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোনো রকম সংবাদ করতে বিরত থাকে, তাহলে দেশবাসী কিন্তু প্রকৃত সংবাদ পাবে না।

আর কী কী কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি, তা নিচের ঘরে লিখি—

১. যে সংবাদটি পড়ব, সেটির যথাযথ উত্সসহ সঠিকভাবে জানব।

২. যে কনটেন্ট সম্পর্কে জানতে চাই, সেটি সার্চ দিয়ে সঠিক কনটেন্ট যাচাই করব।

৩. একই কনটেন্ট বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করব, যাতে সঠিক তথ্য পেতে সাহায্য করে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন